Flash News
Monday, September 22, 2025

দরকার নেই রেশন কার্ডের, এবার আধার কার্ড থাকলেই মিলবে রেশন

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

জুলাই থেকে ফের আধার কার্ড দেখে রেশন বিলির পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ডিলাররা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তাঁরা। বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন বিলি নিয়ে গত কয়েক মাস যাবত্‍ চলতে থাকা সমস্যার জেরে অস্থায়ী সমাধানের কথা জানিয়ে প্রথম দুই আঙুলের ছাপ না মিললে পরের দুই আঙুলের ছাপ মিলিয়ে রেশন দেওয়া যেতে পারে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। তবে সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ রেশন ডিলারসের জয়েন্ট ফোরামের তরফে জানানো হয়, যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁরা যাতে রেশন থেকে বঞ্চিত না হন, সেই ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নয়, আধার কার্ড  নম্বর দেখালেই রেশন পাওয়া যাবে। মানুষের অসুবিধা দূর করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই সমস্ত রকম প্রক্রিয়া সেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডিজিটাল রেশন কার্ডের ক্ষেত্রে রাজ্যের এই সিদ্ধান্ত বেশ সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। রেশন বিলির ক্ষেত্রে অস্থায়ী সমাধানের পথ বেছে নেওয়ার কারণ হল, কোনও গ্রাহককে যাতে  দুর্ভোগের মুখে পড়তে এবং তাঁরা যাতে সঠিকভাবে নিজের প্রাপ্য রেশন পান। আগামী মাস অর্থাত্‍ জুলাই থেকেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গেছে। রেশন ডিলাররা জানান, দুয়ারে রেশন নয়, দোকান থেকেই রেশন দেওয়া হবে। নয়াদিল্লিতে এই নিয়ে খাদ্য মন্ত্রকের কাছেও সমস্যার কথা তুলে ধরা হবে। আগামী জুলাই মাস পর্যন্ত নানা সময় একাধিক কর্মসূচি রয়েছে তাদের।আগামী ২ অগস্ট নয়াদিল্লি গিয়ে সংসদে ধর্ণা দেওয়ার কথা রয়েছে। আর ৪ অগস্ট পর্যন্ত দেশের সর্বত্র রেশন দোকান বন্ধ রাখা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News