Flash News
Monday, September 22, 2025

রোনাল্ডোকে নিতে আগ্রহী ইতালীর ক্লাব

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

২০১৮ সালে শতাব্দী প্রাচীন রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগাল রাজপুত্র গিয়েছিলেন সিরি-এ ক্লাব জুভেন্টাসে। কিন্তু সেখানে ৪ মরশুম কাটিয়ে ২০২১ -এর দলবদলের মরসুমে ক্রিস্টিয়ানও রোনাল্ডো ফিরে গিয়েছেন তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু এবার শোনা যাচ্ছে আবার এক ইতালীয় ক্লাব ৩৭ বছরের রোনাল্ডোকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ক্রীড়া সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এ এস রোমা পর্তুগাল অধিনায়ককে নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিংবদন্তি ফ্রান্সিস্কো তোত্তি, বাতিস্তুতা, দে রসি, কাফুর খেলে যাওয়া ক্লাবের জার্সি ৬ বারের ব্যালন ডি অর জয়ী  নিজের গায়ে চাপায় কিনা সেটাই দেখার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল ব্যক্তিত্ব খেলা
Related News