Flash News
Monday, September 22, 2025

রাজ্যে একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া PSC’র, জেনে নিন প্রকাশিত ফল

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে প্রচুর পরিমাণে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে পিএসসির পক্ষ থেকে। সরকারি চাকরিতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। তিন বছর আগেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল সেক্রেটারি এবং ডাইরেক্টর এর পদে, যেখানে শূন্য পদের সংখ্যা ছিল সাত হাজারেরও বেশি। বুধবার প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ফলাফল। ২০১৯ সালে এই পরীক্ষাটির বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল এবং ২০২০ সালে পরীক্ষাটি নেওয়া হয়েছিল।১৩ই জুন, এই পরীক্ষায় ৩০৮ জন অবতীর্ণ হয়েছে বলে জানিয়েছে পিএসসি কর্তৃপক্ষ। ১৪ ই জুন জানা গেছে বাংলা না জানার কারণে বাদ দেওয়া হয়েছে আরও ৮ জনকে। পরীক্ষাটি হয়েছিল স্বাভাবিকভাবেই তিন দফাতে প্রথমে প্রিলিমিনারি, তারপর মেইনস এবং শেষে কম্পিউটার টেস্ট। অনুত্তীর্ণ দের খবরের পর বিপুল পরিমাণে উত্তীর্ণদের লিস্ট বেরিয়েছে স্বাভাবিকভাবেই খুশি হয়েছে সবাই। জানা গেছে রিজিওনাল পদগুলিতে আরো সাড়ে চার হাজারের বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কুড়ি দিনের মধ্যেই। ফলে সব মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার প্রার্থী নিয়োগ করছে পিএসসি যা বিরাট খুশির খবর।
রাজ্যের মোট ৩০টি দপ্তরে ক্লারিক্যাল বিভাগে নিয়োগ করা হচ্ছে পিএসসির উত্তীর্ণ কর্মীদের। ত্রিশটি দপ্তর এর মধ্যে আছে উচ্চশিক্ষায় ১০৬ জন, শ্রমে ৮০ জন, স্বাস্থ্য বিভাগে ১৫৬ জন বিধানসভায় ৩৬ জন এবং পূর্ত দফতরে ৬৫৫ জন। এগুলো ছাড়াও প্রশাসন দপ্তর থেকে শুরু করে সমবায়, পঞ্চায়েত দপ্তর, সুন্দরবন উন্নয়ন, বিদ্যুৎ দপ্তর, ক্রীড়াক্ষেত্র, জন শিক্ষা প্রসার, কারিগরি দপ্তর, শিশু ও নারী কল্যাণ, প্রতিটি বিভাগে নিয়োগ করা হবে উত্তীর্ণদের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি রাজ্য
Related News