journalist Name : Tamoghna Mukherjee
#Pravati Sangbad Digital Desk:
দুরন্ত ফর্মে ছিলেন ২০২২ আই পি এল এ, আশা করেছিলেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলে জায়গা করে নেবেন, কিন্তু বি সি সি আই এর তরফ থেকে বুধবার দল ঘোষণা হতেই ভেঙ্গে পড়লেন রাহুল তেওয়াটিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের নেতৃত্বাধীন আই পি এল দল গুজ্ররাত টাইটান্সের হয়েই খেলেছিলেন রাহুল। এদিন, দল ঘোষণার পর তেওয়াটিয়া টুইট করেন “এক্সপেকটেশন হার্টস” যার বাংলা অর্থ “ প্রত্যাশা আঘাত করে।“ উল্লেখ্য আই পি এল-এ ভালো খেলার সুবাদে সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠি আসন্ন সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে।
Tags:
#Source: online/Digital/Social Media News # Representative Image
খেলা
ক্রিকেট