Flash News
Monday, September 22, 2025

অগ্নিপথ” প্রকল্পের জেরে রণংদেহি যুব সমাজ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ঘোষণা হয়েছিল আগেই, কিন্তু এত দিন পর্যন্ত কার্যকর করা হয়নি, তবে গতকাল ভারতীয় সেনা বাহিনীর নিয়োগের ক্ষেত্রে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এত দিন পর্যন্ত সেনাবাহিনীতে নিয়োগ হতো স্বাভাবিক নিয়ম মেনেই, অর্থাৎ ১৭ বছর বয়স থেকে, সেক্ষেত্রে ১৫ বছরের শর্ট সার্ভিস এবং সেনাবাহিনীর কর্তাদের জন্য ৪২ বছরের সার্ভিস করার সুযোগ থাকতো,কিন্তু বর্তমানে গ্রিন ফোর্স গঠন করতে উদ্যোগী কেন্দ্র। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাবাহিনীতে নিয়োগ হবে চুক্তি-ভিত্তিক, অর্থাৎ ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে। চাকরি প্রার্থীরা ৪ বছর সুযোগ পাবেন সেনাবাহিনীতে কাজ করার জন্য। সেই সময় তাদের প্রতিমাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা দেওয়া হবে এবং ৪ বছর পরে সেনা থেকে অবসরের সময় এককালীন ১১ থেকে ১২ লক্ষ্য টাকা দেওয়া হবে, সেই সাথে লাগবে না কোন রকম শুল্ক। প্রসঙ্গত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও ঘোষণা করেন ৪ বছর পরে মাত্র ২৫ শতাংশকেই বেঁছে নেওয়া হবে ফুল টাইম সার্ভিসের জন্য, বাকি ৭৫ শতাংশকে অবসর দেওয়া হবে, চাকরির শর্ত অনুযায়ী ৪ বছর পরে তারা কোন ভাবেই বলতে পারবেন না তারা প্রাক্তন সমর কর্মী।
প্রতিরক্ষা মন্ত্রীর এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন জনতা, বিহার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে বিপুল সংখ্যক তরুণ যুবক সেনাবাহিনীতে যোগ দেন, সেই সমস্ত রাজ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। বিহারের বক্সারে রণক্ষেত্রের চেহারা নেয় বিক্ষোভ, আন্দোলনের চাপের মুখে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করে কেন্দ্রীয় সরকার, কিন্তু তাতেও বিক্ষোভের আগুন নেভেনি। অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের মতে, এটি ভারতীয় সেনার ঐতিহ্যকে ক্ষুন্ন করছে, ৪ বছরের মধ্যে আর্মড প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে যাওয়া কোন ভাবেই সম্ভব নয়। তাদের মতে সেনা বাহিনীতে এমন কিছু বিষয় রয়েছে যা ভালো ভাবে রপ্ত করতেন ৩ থেকে ৪ বছর সময় লেগে যায়।
পাশাপাশি এ রাজ্যেও ছড়িয়েছে বিক্ষোভের আগুন। গতকাল ভাটপাড়া স্টেশনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে অগ্নিপথ প্রকলের জেরে, অন্যদিকে আজ সকালেও বিক্ষোভে নামেন আম জনতা। ভাটপাড়া স্টেশনের পরে আজ ঠাকুরপুকুর স্টেশনে সকাল ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ, যার জেরে শিয়ালদহ বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ দেশ
Related News