Flash News
Monday, September 22, 2025

বক্স-অফিসে তুমুল সাফল্য, ১৭৫ কোটি টাকা মাইলফলক ছুঁলো "ভুলভুলাইয়া-২"

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

বাণিজ্যিকভাবে বিপুল সাফল্যের পর দুঃস্থ শিশুদের সামনে হাতের নাগালে হাজির ‘ভুল ভুলাইয়া ২’। সৌজন্যে ছবির নায়ক কার্তিক আরিয়ান, বক্স অফিসে সাড়া ফেলেছে তাঁর নতুন ছবি। ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যে মেতে আছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই লাভের অঙ্ক ১৭৫ কোটি পার করেছে, যার পিছনে দর্শকদের ভালবাসাই মূল উপাদান! তাই ছবির এমন সাফল্যে তাঁদেরই শরিক করতে চাইলেন নায়ক। 
তাই এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুঃস্থ শিশুদের নিয়ে এক মজাদার সন্ধ্যার আয়োজন করেছিলেন কার্তি মূলত তাঁরই উদ্যোগে ‘ভুলভুলাইয়া ২’ বড় পর্দায় দেখতে পেল ওই খুদেরাও। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর,অনুষ্ঠানে উপস্থিত ছিল ১০০-১২০ জন শিশু। ছবি দেখার সঙ্গে বাড়তি পাওনা হল প্রিয় অভিনেতাকে এত কাছে পাওয়া। সঙ্গে খাওয়া-দাওয়া, দেদার মজা সব মিলিয়ে এ যেন অন্য ‘শিশু দিবস’! নাচে তাল, গানে গলা মেলানোর সঙ্গে ছবির সাফল্য বাচ্চাদের সঙ্গে উদযাপন করলেন কার্তিক। কার্তিকের এই অভিনব  উদযাপনে দারুণ খুশি তাঁর অনুরাগীরা। 
উল্লেখ্য, বলিউডে কোনও গডফাদার ছাড়াই নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন কার্তিক আরিয়ান। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সম্প্রতি রটে গিয়েছিল, ‘ভুল ভুলাইয়া-২’-এর সাফল্যের পরে কার্তিক ছবি পিছু ৩৫-৪০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন। এ বিষয়ে নিজেই মুখ খোলেন অভিনেতা, বলেন, "জীবনে পদোন্নতি হয়েছে, বেতন বাড়েনি।" শীঘ্রই কার্তিককে দেখা যাবে 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'শেহজাদা' এবং আরও বেশ কিছু ছবিতে।
চলতি বছর তৃতীয় বলিউড ছবি হিসাবে ১০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি (প্রথম দুইয়ে আছে কাশ্মীর ফাইলস এবং গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)। যদিও ব্যবসার নিরিখে এই বছর বলিউডকে অনেকটা পিছনে ফেলেছে দক্ষিণী ছবি। ‘আরআরআর’ এবং ‘কেজিএফ ২’ ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News