Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ভারতীয় নারীশক্তির জয়গান যুক্তরাষ্ট্রে, কমলা-রাধার জয়নিশান

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আমেরিকার শীর্ষস্থানীয় প্রশাসনিক পদে আবার একজন ভারতীয় বংশোদ্ভূত। এর আগেও এককাধিকবার দেখা গিয়েছে জো বাইডেনের সরকার তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছিলেন ভারতীয়দের ওপরেই। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে দুই দেশের কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের উন্নতি হবে। বুধবার আমেরিকার  প্রেসিডেন্ট জো বাইডেন  প্রতিরক্ষা মন্ত্রকের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে নিয়োগ করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত, রাধা আয়েঙ্গার প্লাম্বকে। জানা গিয়েছে আমেরিকাতেই তাঁর পড়াশোনা ও বেড়ে ওঠা, এর আগেও সামেলেছেন একের পর এক গুরু দায়িত্ব। এর আগে তিনি আমেরিকার সামরিক ক্রয় ও স্থিতিশীলতা বিষয়ক দায়িত্ব সামলেছেন, সেই সাথে সামলেছেন চিফ অফ স্টাফের দায়িত্বও। 
সামরিক ও প্রশাসনিক (প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রের) দায়িত্ব সামলাতে সিদ্ধহস্ত শ্রীমতী প্লাম্বের যাত্রা শুরু হয়েছিল আমেরিকার ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে, তার পর একের পর এক গবেষণা, তারপর প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু, তার পরে স্নাতকোত্তর ডিগ্রি পরে গবেষণা। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলানোর আগে তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে শিক্ষকতার কাজও করেছিলেন বেশ কিছু বছর, সেই সাথে ফেসবুকের আন্তর্জাতিক সুরক্ষার হেড এর দায়িত্ব সামলেছেন তিনি এবং যুক্ত ছিলেন আমেরিকার এক স্বেচ্ছাসেবী সংস্থার অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও। আমেরিকার চিফ অফ স্টাফ পদে যোগ দেওয়ার আগে যুক্ত হয়েছিলেন গুগলের সাথেও। ভারতীয় বংশোদূতের সাফল্যে গর্বিত সমস্ত ভারতবাসী। এত কিছুর পরেও তিনি থেমে থাকেননি, হোয়াট হাউসের নিরাপত্তার দায়িত্বও সামলেছেন এই ভারতীয় নারী। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক পদে জয়ধ্বজা উড়েছে ভারতীয় নারীশক্তির,ভাইস-প্রেসিডেন্টের পদে নির্বাচিত হয়েছিলেন শ্রীমতী কমলা হ্যারিস। ভবিষ্যতেও উজ্জ্বল থাকুক ভারতের এই কৃতিত্বের আলো।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক আন্তর্জাতিক
Related News