Flash News
Monday, September 22, 2025

প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

খসে পড়ল বাংলা সিনে জগতের আরও এক নক্ষত্র। প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। টেলিভিশন ও নাট্য জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন শুভময়। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বাংলা বিনোদন জগতে। মহালয়া সহ বিভিন্ন ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এছাড়াও, টেলিভিশন ও নাট্য জগতেও তিনি সমান তালে অভিনয় করে গিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, খাদ্যনালীতে ক্যান্সারের জন্য বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। পরে অ্যাপোলোতে আই সি ইউতে ভর্তি হন এবং গলায় স্টেইন বসে। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাঁর পরিচালক বন্ধু অয়ন সেনগুপ্ত জানান, আজ সকাল ৮.৩০টা নাগাদ শুভময় ইহালোক ত্যাগ করেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র প্রয়াণ বিনোদন
Related News