Flash News
Monday, September 22, 2025

ব্রহ্মাস্ত্রঃ ত্রিশূল হাতে শাহরুখ, তরজা তুঙ্গে নেটমাধ্যমে

banner

journalist Name : Tamoghna Mukhejee

#Pravati Sangbad Digital Desk:

মুক্তি পেয়েছে রনবীর কপূর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন অভিনীত “ব্রহ্মাস্ত্র”-এর ট্রেলার। আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ট্রেলার নিয়ে নেট মাধ্যমে তরজা তুঙ্গে। মুক্তির কিছু পরেই ট্রেলারে দেখানো রনবীরের পায়ে জুতো পরে মন্দিরে ঘণ্টা বাজানো নিয়ে সরব হয়েছিল নেট মাধ্যমের বেশকিছু নাগরিক। এর মধ্যেই এই ছবির আরও একটি ঝলক নেট মাধ্যমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। করণ জোহার প্রযোজিত এই ট্রেলারে দেখা যায় বড় চুল্ধারী এক ব্যাক্তিকে যিনি ত্রিশূল ধরে দাড়িয়ে আছেন, এছাড়া সেই একই ব্যাক্তিকে দেখা গেছে ভগবান হনুমানের পিছনে থাকা আলোকোজ্জ্বল ভাবে। এই ব্যাক্তিকে ঘিরে ফ্যানের চর্চার পারদ তুঙ্গে, বেশিরভাগ ফ্যানেরা মনে করছেন, সেই ব্যাক্তি শাহারুখ খান। টুইটার ফেসবুক সহ বিভিন্ন মিডিয়াতে ব্রহ্মাস্ত্রের এই ত্রিশূলধারী চর্চার মূল কেন্দ্রবিন্দুতে। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে হাতেগোনা কিছু ছবি ছাড়া বলিউডে ফ্লপ ছবির তালিকা বেশ দীর্ঘ। অয়ন মুখার্জি পরিচালিত ভি এফ এক্সে ভরপুর এই ইতিহাসধর্মী ছবি বলিউডের ডুবন্ত জাহাজকে আবার চলমান করতে পারে কিনা সেটাই দেখার।



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র ঐতিহাসিক বিনোদন
Related News