Flash News
Monday, September 22, 2025

এবার ইউক্রেনকে রকেট সিস্টেম দিচ্ছে আমেরিকা!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk :

ইউক্রেনে আরও অস্ত্র-গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে সহযোগিতার আশ্বাস দেওয়ার পর কিয়েভে অস্ত্র পাঠানোর এই নতুন ঘোষণা দেন বাইডেন। ইউক্রেনকে আরো ১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বুধবার জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন । ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানিয়েছি যে ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের সামরিক প্যাকেজ দেবে আমেরিকা। দোনবাস অঞ্চলে লড়াই চালানোর জন্য ওই প্যাকেজে থাকছে কামানের গোলা, অত্যাধুনিক রকেট সিস্টেম, কোস্টাল ডিফেন্স সিস্টেম-সহ আরও বেশকিছু হাতিয়ার ও গোলাবারুদ।' তিনি আরও বলেন, 'রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবসময় পাশে থাকবে আমেরিকা। 'যুক্তরাষ্ট্র ও তার মিত্র প্রাচ্যের দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেনের সঙ্গে আলোচনার পরই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন জেলেনস্কি। তিনি বলেন, 'আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে ১ বিলিয়ন ডলারের বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দোনবাস অঞ্চলের লড়াই চালিয়ে যেতে এই মদত খুবই জরুরি।' 
এর আগে পশ্চিমা জোট অনেকই অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে ,কিন্তু তা-ও কম পড়ছে। তা ছাড়া, যুদ্ধ এখনই শেষ হওয়ার কোনও ইঙ্গিত নেই। আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল, ১০৮ এম৭৭৭ হাওয়াইত্‍জ়ার ও ২ লক্ষ ২০ হাজার রাউন্ড অস্ত্র পাঠাবে। কিন্তু তারও বেশিটাই যুদ্ধক্ষেত্রে রয়েছে। এখনও আমেরিকার হিমারস মাল্টিপল রকেট সিস্টেম আসা বাকি রয়েছে। কিন্তু তা ইউক্রেন হাতে পেলেও ব্যবহার করতে আরও বেশ কয়েক সপ্তাহ চলে যাবে। হিমার ব্যবহার করার আগে ইউক্রেনীয় সেনাকে যথাযথ প্রশিক্ষণ নিতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

যুদ্ধ আন্তর্জাতিক
Related News