Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

রাষ্ট্রপতি পদ প্রার্থী বিগ বি

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

“হাম যাহা খাড়ে হো যাতে হ্যায়, লাইন ওহি সে শুরু হতি হ্যায়।“ অমিতাভ বচ্চনের বিখ্যাত ছবি “কালিয়া”-র সেই ডায়লগ আজও লোকমুখে ঘোরে। এবার সেই ডায়লগকে সত্যি করে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। সুত্রের খবর অনুযায়ী, বিজেপির প্রার্থী তালিকাতেই উঠে এসেছে বিগ বি-র নাম। গেরুয়া শিবির থেকে আনুষ্ঠানিকভাবে না জানালেও বিশেষ সুত্র এই খবরটি নিশ্চিত করেছে। বচ্চনের সাথে দীনেশ ত্রিবেদি, দ্রৌপদী মুর্মু , অনুসূয়া উইকে ও কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নাম ও উঠে এসেছে এই তালিকাতে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ বিনোদন ব্যক্তিত্ব রাজনৈতিক
Related News