Flash News
Monday, September 22, 2025

হত্যাপুরী টার্গেট,সঙ্গী অত্যাধুনিক গ্যাজেটঃ আসছে ফেলুদা

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বড়দিনের বড় চমক! মুক্তি পেতে চলেছে ফেলুদা সিরিজের সপ্তম নিবেদন 'হত্যাপুরী'। সন্দীপ রায়ের পরিচালনায় আবার নতুন করে সবার সামনে আসতে চলেছে ফেলুদা। ফেলুদাকে নিয়ে বাঙালির উত্তেজনা বরাবরই বেশি কারণ বাঙালির আবেগ অনুরাগে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এই গোয়েন্দা চরিত্রটি। শৈশব কৈশোর ও তারুণ্যে ফেলুদা, তোপসে আর জটায়ুর সঙ্গে মানসভ্রমণে,অ্যাডভেঞ্চারে যায়নি এরকম বাঙালি দুর্লভ। ডাবল-ফেলুদার মাধ্যমে রায়-ফেলুদা যুগলবন্দীর শেষ মুক্তি ছিল ২০১৬ সালে।
 দীর্ঘ ৬ বছর পর ,২০২২ এর 14 ই জুন শ্রী সন্দীপ রায় সামনে আনলেন ছবির 'কাস্টিং'এবং যার জন্য আপামর বাঙালির প্রতীক্ষা সেই প্রদোষচন্দ্র মিত্র অথবা ফেলুদা অথবা মিঃ মিত্তিরের চরিত্রে  ইন্দ্রনীল সেনগুপ্ত। একটু চমকপ্রদ তাই না?! কারণ ফেলুদা বলতে এতদিন আমরা যাদের মুখ আমাদের মনে ভেসে উঠত তার মধ্যে শীর্ষস্থানের অধিকারী যিনি তিনি শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়( শ্রী সত্যজিৎ রায়ের পরিচালনায়), পরিচালক-পুত্রের চিত্রনাট্য আবার আমাদের দিয়েছে সব্যসাচী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়কে যারা দুজনেই  স্ব স্ব ভুমিকায় অত্যন্ত সুবিচার করেছেন । এবার নাম-ভুমিকায় ইন্দ্রনীল প্রত্যাশা পূরণ করবেন নিজের মত করে অধ্যাবসায় এবং অনুশীলনের দ্বারা। এছাড়া আছে আরও অনেক চমকও যেমন এবার ফেলু মিত্তির ব্যবহার করবে আধুনিক গ্যাজেট যেমন মোবাইলফোন।ফেলুদা কে যোগ্য সঙ্গত দিতে, জটায়ুর চরিত্রে দেখা যাবে পরিচালক অভিজিৎ গুহ কে এবং তোপসে চরিত্রের রয়েছে  নবাগত আয়ুশ।  মঙ্গলবার কলকাতার এক রেস্তোরাঁতে মুক্তি পেল পোস্টার এবং সর্বসমক্ষে এল কাস্টিং । সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন সন্দীপ রায় নিজেই, চিত্রগ্রহণে থাকছেন শমিক হালদার। নতুন ফেলুদা যে নিয়ে আসছে একগুচ্ছ চমক তার পূর্বাভাস পরিচালকের তরফে আগেই এসেছিল,আধুনিক সভ্যতার দ্যোতক কিছু জিনিস চিত্রনাট্যে সংযোজিত হলেও তা যে ফেলুদার চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে এমনটাই বক্তব্য পরিচালকের।বহু প্রতীক্ষিত এই উন্মাদনার নামইই ফেলুদা যা শাশ্বত এবং চিরন্তন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News