Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

সরকারি স্কুলে 26 শে জুন পর্যন্ত গরমের ছুটি, বেসরকারিতে পাঠক্রম অনলাইনে

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ওইদিকে উত্তর বঙ্গে বর্ষা ঢুকে গেলেও এখনো দক্ষিণবঙ্গে তার ভ্রুকুটি পর্যন্ত নেই। এই অসম্ভব  গরমে স্কুলপড়ুয়াদের কথা ভেবে ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো রাজ্য সরকার। প্রচণ্ড গরমে অত্যাধিক অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে বলে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনায়। স্বাভাবিকভাবেই ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি পড়ুয়াদের কথা চিন্তা করে শিক্ষা দপ্তর কে ব্যবস্থা নিতে বলেন এবং শিক্ষা দপ্তর তীব্র তাপদাহে পড়ুয়াদের কথা চিন্তা করে গরমের ছুটি ২৬-শে জুন পর্যন্ত বাড়িয়ে দেয়। এর আগে এপ্রিলে তীব্র গরমের জন্য দেড় মাস স্কুল-কলেজ ছুটি দিয়েছিল শিক্ষা দপ্তর থেকে। এই নিয়ে দুবার ছুটি ঘোষণা করা হয়েছে।



এই ঘোষণাটি শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি স্কুলগুলির জন্য করা হয়েছিল কিন্তু সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের বেসরকারি স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছিল রাজ্য। কিন্তু বেসরকারি স্কুলগুলো জানিয়েছিল তারা স্বাভাবিকভাবেই স্কুলে গিয়েই পঠন পাঠন চালু রাখবে। কিন্তু তারপর তারা সব দিক বিবেচনা করে জানায় অফলাইন ক্লাসের বদলে তারা অনলাইনে ক্লাস নেবে। তবে সেটি মানতে নারাজ বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। তাঁদের দাবি এত টাকার ফিস দিয়ে কেন অনলাইনে পড়ানো হবে ছাত্র-ছাত্রীদের তাছাড়াও গরম থাকলেও স্বাভাবিকভাবেই সব কাজ যখন হচ্ছে তখন স্কুল কেন বন্ধ থাকবে। তবে এসব কথার মাঝে বেসরকারি স্কুল গুলি তাদের চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আপাতত ২৬শে জুন পর্যন্ত অনলাইনে চলবে পঠন-পাঠন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News