#Pravati Sangbad Digital Desk:
ভারতের পরিবহন ব্যবসায় নতুন পরিকল্পনার কথা জানাল ইয়ামাহা মোটর ইন্ডিয়া কোম্পানি। জীবাশ্ম জ্বালানির যানবাহনের তুলনায় বৈদ্যুতিক গাড়ির পাল্লা যে এক সময় ভারি হবে,তার ইঙ্গিত বেশ ভালোই মিলছে। স্টার্টআপগুলির পাশাপাশি নামজাদা মেইনস্ট্রিম সংস্থাগুলিকেও ব্যাটারি চালিত যানবাহন বাজারে আনার দৌড়ে শামিল হতে দেখা যাচ্ছে। এবারে জাপানি টু-হুইলার সংস্থা ইয়ামাহা (Yamaha) ভারতের জন্য ইলেকট্রিক স্কুটার তৈরিতে উদ্যোগী বলে জানা গেছে।
বাইরের চেহারার দিক থেকে ইয়ামাহা এক্স-ফোর্সের সামনে একটি আগ্রাসী নকশা দেওয়া হয়েছে। সামনে স্কুটারে দুটি আলাদা ফেসিয়া দিয়েছে কোম্পানি। যাতে রয়েছে আলাদা LED হেডল্যাম্প। এই লাইটের উপরে একটি স্মোকড ভিসার রয়েছে, যা এটিকে স্পোর্টি লুক দেয়। এছাড়াও এতে আছে উঁচু সমতল ফুটবোর্ড যা তার বড় লেগ রুমের কারণে আরও আরামদায়ক অনুভূতি দেবে চালককে। সংস্থার অনুমান তাদের ইলেকট্রিক স্কুটারটি একটি ১১০-১২৫ সিসি পেট্রোল স্কুটারের সমান ক্ষমতার হবে। রেঞ্জ হতে পারে ৫০-৬০ কিমি। বলার অপেক্ষা রাখে না, যেখানে গ্রাহকরা বেশি রেঞ্জের দিকে আকৃষ্ট হচ্ছেন, সে ক্ষেত্রে সম্পূর্ণ চার্জে ৬০ কিমি পথ অতিক্রম করার ক্ষমতা, অনেকের কাছে নিতান্তই কম বলে বিচার্য হতে পারে।
X-Force জাপানে JPY ৩,৯৬,০০০ (আনুমানিক ২.৩০ লক্ষ টাকা) মূল্যে চালু করা হয়েছে। এটি ভারতে চালু হওয়ার সম্ভাবনা নেই, কারণ কোম্পানি ইতিমধ্যে এখানে অ্যারক্স 155 বিক্রি করছে। আর দুই স্কুটারের স্পেকস ও ফিচার প্রায় এক। প্রসঙ্গত, গত অর্থবছরে ভারতের গাড়ির বাজারে ৩.৫৩% মার্কেট শেয়ার ধরে রাখতে পেরেছিল সংস্থাটি। আগামী তিন থেকে চার বছরের মধ্যে এটি দ্বিগুণ করার লক্ষ্য স্থির করেছে ইয়ামাহার ভারতীয় শাখা।