Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্যা মেটাতে চালু হলো হেল্পলাইন নম্বর

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

রাজ্য সরকারের তরফে চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কিন্তু এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে একাধিক সমস্যায় পড়েছেন ছাত্র ছাত্রীরা। তাঁদের সমস্যার দ্রুত সমাধানের জন্য শিক্ষা দফতরের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই সঙ্গে কার্ড সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য হেল্পলাইন নম্বরের কথাও জানান মুখ্যমন্ত্রী।
বহুক্ষেত্রেই দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় তাঁদের কার্ড পেতে দেরি হচ্ছে। অনভিজ্ঞতার কারণে অনেক ছাত্রছাত্রী আবার ঠিক মতো ঋণ পাওয়ার জন্য আবেদনপত্র তৈরি করতে পারছেন না, সঙ্গে নথিপত্র জমা দেওয়ার পরেও অনেক ত্রুটি থেকে যাচ্ছে। কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে ঋণ না দেওয়ার অভিযোগও উঠেছে। আবেদনকারী ছাত্রছাত্রীদের এই সমস্যা দূর করতেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের সাহায্য করতে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে উচ্চ শিক্ষা দফতর। হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪ তে ফোন করে অথবা [email protected] তে ইমেল করে অভিযোগ ও সমস্যার বিষয়ে শিক্ষা দফতরকে জানানো যাবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, সমবায় ব্যাঙ্ক সঠিক ভাবে ঋণ দিলেও অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সহযোগিতা করছে না।বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই সংক্রান্ত সমস্যার কথা তুলে প্রশ্ন করেন কাটোয়ার বিধায়ক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সমস্যা রয়েছে। তিনি বলেন,কিছু কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঋণ দিতে চাইছে না,বলে জানিয়ে সমাধান সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছেন মুখ্যসচিব, অর্থ সচিব এবং শিক্ষা সচিব প্রতি মাসে বৈঠক করছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু এই সংক্রান্ত সমস্যার কথা জেনে প্রতি মাসে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এখনও পর্যন্ত মোট বরাদ্দের পরিমাণ ৫২১.২৯ কোটি টাকা বলে জানান শিক্ষামন্ত্রী। ১ লক্ষ ১৯ হাজার ১৬৯টি আবেদনের মধ্যে এখনও পর্যন্ত ঋণ মঞ্জুর হয়েছে ১৯ হাজার ৯৯৬টি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News