#Pravati Sangbad Digital Desk:
করোনার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। শিশু থেকে চিকিত্সক, ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অনেকেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে আইসিএমআর ডেঙ্গির মোকাবিলায় শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল। সেই ডেঙ্গি প্রতিরোধেই আসতে চলেছে ভ্যাকসিন যার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায়৷
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়াল শেষ হয়েছে। এবার তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতার চারটি হাসপাতালে। এর মধ্যে রয়েছে দু'টি সরকারি এবং দু'টি বেসরকারি হাসপাতাল। ৪ থেকে ১৮ এবং ১৮ থেকে ৬০- এই দু'টি বয়সসীমার মানুষের উপরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ডেঙ্গির ভ্যাকসিনের দু'টি ডোজ যার মধ্যে ব্যবধান ৯০ দিনের।
ডেঙ্গির এই টিকা তৈরি করেছে জাপানি সংস্থা তাকেদা। শুক্রবার ওই জাপানি টিকা প্রস্তুতকারক সংস্থা দাবি করেছে যে তাদের তৈরি টিকা TAK-003,হাসপাতালে ভর্তি ডেঙ্গি আক্রান্তদের ক্ষেত্রে ৮৪ শতাংশ কার্যকর। এছাড়া যাঁদের উপসর্গ বর্তমান, তাঁদের ক্ষেত্রেও ৬১ শতাংশ কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী,গোটা বিশ্বে ডেঙ্গির সংক্রমণের প্রায় ৭০ শতাংশই দেখা যায় এশিয়ায় । শুধু ভারতেই ফি বছর গড়ে প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন, যা গোটা বিশ্বের ডেঙ্গি সংক্রমণের প্রায় এক তৃতীয়াংশ। রাজ্যেও প্রতি বছর ডেঙ্গির প্রকোপ স্বাস্থ্য দফতরের জন্য একটি অন্যতম বড় মাথাব্যাথার কারণ হয়ে ওঠে। আর এরই মধ্যে কলকাতায় ডেঙ্গির ক্লিনিক্যাল ট্রায়াল ঘিরে নতুন করে আশার আলো দেখছেন চিকিত্সক মহল।
এখনও পর্যন্ত যা খবর, তাতে বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। এর পাশাপাশি দু'টি বেসরকারি হাসপাতাল রুবি এবং মেডিকাতেও ট্রায়াল চলবে। তৃতীয় দফায় মোট ৪৮০ জনের উপরে ডেঙ্গির ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে যার মধ্যে কলকাতায় ৭০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।