Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

গুগল ম্যাপে এবার পাবেন দূষণমুক্ত স্থানেরও হদিস, দেখে নিন কিভাবে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে কোন জায়গায়ে যেতে গেলে সে জায়গাটি খুঁজে পাওয়ার জন্য আমাদের প্রধান ভরসা গুগল ম্যাপ। এখন সেই গুগল ম্যাপেই খুঁজে পাওয়া যাবে দূষণমুক্ত স্থান। এই ধরুন কেউ চাইছে পিকনিকের জন্য খুব মনোরম একটি পরিবেশ কিংবা শহুরে জীবনের একঘেয়েমি ধোঁয়া ধুলো বাতাস থেকে কিছুটা দূরে গিয়ে শান্ত দূষণমুক্ত পরিবেশ, এই সব কিছুই পেয়ে যাবে গুগল ম্যাপে। শীঘ্রই এই আপডেটটি আনতে চলছে গুগল ম্যাপ। এন্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ফোনেই পাওয়া যাবে গুগল ম্যাপের এই নয়া সুবিধা। এখনো পর্যন্ত এই সুবিধাটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আছে। ২০২১ সালে সর্বপ্রথম গুগল ম্যাপে হাওয়া মানের বৈশিষ্ট্য যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত তা থমকে যায়। জানা যায় এই বিশেষ ফিচারের মাধ্যমে কিছু নির্দিষ্ট স্থানের হাওয়ার মান জানা যাবে। সূচকে জান মানদন্ড হবে শূন্য থেকে ৪০০ ইন্ডেক্স পর্যন্ত। তবে এখন প্রশ্ন গুগলকে এই তথ্য কে দেবে! গুগলকে এই তথ্য দেবে ইনভারমেন্টাল প্রটেকশন এজেন্সি এবং পারপেল এয়ার। গুগল ম্যাপে এই ফিচারটি খুব সহজেই ব্যবহার করা যাবে। এর জন্য ক্যারোসেলের নিচের দিকে গিয়ে ডানদিকে যে রেন্টাল বাটন আছে তাতে ক্লিক করলে ম্যাপ ডিটেলস এর উইন্ডো আসবে, সেখানে ডানদিকে সবুজ এয়ার ইন্ডেক্স আইকন টি সিলেক্ট করতে হবে। এরপরে আপনার গুগল ম্যাপ টি বায়ু মানের স্তরে প্রবেশ করে জুম আউট হয়ে যাবে এবং সমস্ত স্থান দেখা যাবে। কবে থেকে এই ফিচার আপডেট আসবে তা এখনো জানা যায়নি তবে এর উপর কাজ চলছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি আন্তর্জাতিক
Related News