Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সন্ত্রাসবাদ জন্মের ইতিহাসঃ বিশ্বের এক পৈশাচিক অজানা কাহিনী

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

(দ্বিতীয় পর্ব)
“অপারেশন সাইক্লোন” এর জন্য আমেরিকার সাহায্যে পাকিস্থান একটি গোষ্ঠী তৈরি করে যার নামকরণ করা হয় মুজাহিদিন। এই মুজাহিদিন গোষ্ঠীই  সারা পৃথিবীতে ৯০ শতাংশ  নাশকতার মূল কারিগর। শুরুতে এই মুজাহিদিন দল মূলত আফগানিস্থানে লাল ফৌজের শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী ও পাকিস্থানের কিছু সংখ্যক সৈন্যকে নিয়ে গঠিত হয়। তবে পাকিস্থানের তৎকালীন শাসনতন্ত্রের প্রধান এক কূটনৈতিক চাল দেন। আমেরিকার পাঠানো সামরিক অস্ত্র ও আর্থিক সহায়তার কিছু পরিমাণ আফগানিস্থানের উদ্দেশ্যে পাঠিয়ে বাকি পরিমাণ অস্ত্র ভারত- পাকিস্থান কাশ্মীর সিমান্তের উদ্দেশ্যে পাঠাতে শুরু করেন। যাই হোক, মুজাহিদিন গোষ্ঠী ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সোভিয়েত ফৌজের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয় । ১৯৮৮ সাল থেকে সোভিয়েত ইউনিয়নে অন্তর্বর্তী দ্বন্দ্ব এবং আর্থিক সংকট প্রকট হয়ে ওঠে।তৎকালীন রাশিয়ান রাষ্ট্রপতি গর্বাচেভ বুঝতে পারে অন্তর্বর্তী সংকটের মধ্যে আফগানিস্থান দখল করে রাখা সম্ভবপর নয়। এই সময়ে আমেরিকা-আফগান ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি সংগঠিত হয়। যেখানে উল্লেখ করা হয় ১৯৮৯ সালের মধ্যে রাশিয়ান সেনা আফগানিস্থানের সমগ্র অঞ্চল ত্যাগ করবে। চুক্তি অনুযায়ী ১৯৮৯ সালে আফগান অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে থাকে সোভিয়েত ইউনিয়ন। প্রতাহার পর্বের শেষে ১৯৯২ সালে আফগানিস্থানে রাজনৈতিক ক্ষমতা পদে আসীন কমিউনিস্ট প্রধানকে মুজাহিদিনেরই একটি অংশ ক্ষমতাচ্যুত করে আফগানিস্থান দখল করে। এই সময়ে আফগানিস্থানের শাসন ব্যাবস্থা বিশৃঙ্খল হয়ে পরে। এই অবস্থায় ১৯৯৪ সালে মুজাহিদিনের একটি দল তালিবান নামে আত্মপ্রকাশ করে। 
(চলবে)
Related News