Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

গরমের ছুটি বাড়াল শিক্ষা পর্ষদ

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। রাজ্যে বর্ষা ঢোকার কথা থাকলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। অন্যদিকে গরমের চোটে হিট স্ট্রোকের ঘটনাও ঘটছে। তাই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।গরমের ছুটি বাড়ানো হল ২৬ জুন পর্যন্ত।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র অস্বস্তিকর গরম অব্যাহত থাকায় স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানো হল। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি চলবে বলে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় আজ জানানো হয়েছে। পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বেসরকারি স্কুল গুলিকেও গরমের ছুটি বাড়ানোর অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে রাজ্যে তীব্র তাপ প্রবাহ জনিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় রাজ্য সরকার স্কুল গুলিতে ৪৫ দিনের ছুটি ঘোষনা করে।যার মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে।ফের গ্রীষ্মের ছুটি বাড়ানোর সম্ভাবনার কথা শুনেই শিক্ষা শিবির থেকে শুরু করে বিভিন্ন মহল এর বিরুদ্ধে জোরালো সওয়াল করেছে। এমনকী বেলা করে স্কুল না করে সকালে স্কুল খোলার দাবিও উঠছে।স্কুলে ছুটি বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি বলেন, 'এই তো বর্ষা এসে যাবে। দু একদিনের মধ্যে বর্ষা এসে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। অতিমারি গেল, স্কুল এতদিন বন্ধ। অন্তত সপ্তাহে চারদিন খোলা থাক। নয়তো সপ্তাহে অন্তত তিনদিন খোলা থাক।'
সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও বর্ষার দেরিতে আসার বিষয়টি নিয়ে রবিবার বিকালেই মুখ্যমন্ত্রী নিজে কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেখানেই স্কুলে গরমের ছুটি নিয়ে আলোচনা হয়। তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশ স্কুল শিক্ষা দফতরে পৌঁছে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী।বঙ্গে বর্ষার ইঙ্গিতমাত্র নেই! ভ্যাপসা গরমে যেকোনও মানুষের বাইরে বেরনো দায়। এরমধ্যেই বাচ্চাদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে বর্ষা আসলেও দক্ষিণবঙ্গে এখনও এর লক্ষণ মাত্র নেই। ফলেই পড়ুয়াদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News