#Pravati Sangbad Digital Desk:
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় রোদ্দুর রায়ের ভিডিও। বিভিন্ন বিতর্কের মাঝে এবার মুখ্যমন্ত্রী কে অশালীন মন্তব্যের জেরে গ্রেপ্তার হল রোদ্দুর রায়। গোয়া থেকে তাকে গ্রেপ্তার করে লালবাজার ক্রাইম বিভাগের পুলিশ। কিছুদিন আগেই কেকের মৃত্যু প্রসঙ্গে রূপঙ্কর বাগচী কে মন্তব্য করে তৈরি করা তার ভিডিও বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্ত কে এই রোদ্দুর রায়, আর তাঁর অতীত কি জানার সম্পর্কে আগ্রহ তো থাকেই।
ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় রোদ্দুর রায় নামে তিনি পরিচিত হলেও তার আসল নাম অনির্বাণ রায়। জানা যায়, ছোটো থেকেই মেধাবি ছাত্র রোদ্দুর, রামনগর কলেজ থেকে তিনি স্নাতক পাস করেন এরপর চেতনা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। অ্যান্ড স্টেলা টার্নস এ মম নামক মনোবিজ্ঞানের একটি বইও লেখেন তিনি। তার মতে, তিনি তার ভিডিও তে যেসব ভাষা প্রয়োগ করেন সেগুলি তার গবেষণার অংশ। বিভিন্ন সময়ে সমাজের উঠে আসা বিভিন্ন বিষয় নিয়ে বিকৃতভাবে ভিডিও করেছেন তিনি। এমনকি রবীন্দ্রসঙ্গীত কেও বিকৃতভাবে পরিবেশন করেছেন বলে অনেকেই কটাক্ষ করেন তাকে। কলকাতার লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম সদস্য তিনি। এসব ছাড়াও তিনি নয়ডার একটি আইটি সংস্থাতে তথ্যপ্রযুক্তি কর্মী হিসাবে যুক্ত ছিলেন বেশ কিছুদিন। মোকসা রেডিও থেকে শুরু করে মোকসা গ্লোবাল এনভায়রনমেন্ট এই সবকিছুর সাথে যুক্ত তিনি। একাধারে অনেক গুণের অধিকারী তিনি, শুধু যে ইউটিউব বা ভিডিও তৈরি করা তা নয়, লেখক গায়ক কবি এমনকি সাব অলটার্ন ভয়েসেও কাজ করেন তিনি। রবীন্দ্র সংগীত কে বিকৃত করে অনেক গান এমনকি কবিতা পর্যন্ত লেখেন তিনি। এই সবকিছুর জন্য অনেকেই তাকে পাগল বলে কটাক্ষ করে ঠিকই কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা অনেককে ছাড়িয়ে যায়। খুব ভালো গিটার বাজাতে পারেন বলে ডিজে তেও কাজ করেছেন তিনি। শোনা যায় বিখ্যাত নৃত্যশিল্পী থাঙ্কমণি কুট্টির সাথেও গবেষণায় যুক্ত আছেন তিনি।