Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

কটকে ম্যাচ টিকিট নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, কাঠগড়ায় প্রশাসন

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

প্রায় ২ বছর পরে  ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ দর্শক পূর্ণ স্টেডিয়ামে খেলা হছে। যার কারণে দর্শকদের এই সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। যদিও ইতিমধ্যে ভারতীয় দল প্রথম ম্যাচে আমন্ত্রিত দলের কাছে প্রথম ম্যাচে ৭ উইকেটে পরজিত হয়েছে। তবুও, দ্বিতীয় ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনাতে একফোঁটা ভাটা পড়েনি। এই উন্মাদনার দরুন কটকের বারাবতী স্টেডিয়ামের বাইরে টিকিট কিনতে এসে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওড়িশার এই স্টেডিয়ামের পক্ষ থেকে দ্বিতীয় ম্যাচের জন্য ১১ হাজার টিকিট বিক্রি হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই টিকিট কিনতে প্রায় ৪০ হাজার লোক জড়ো হয়। এরপরে মহিলা লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই একে অপরের সঙ্গে হাতাহাতির পর্যায় চলে যায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায় তাঁর জন্য লাঠিচার্জ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমদ রথ জানিয়েছেন “ প্রায় ৪০ হাজার ভক্ত কাউন্টারের সামনে উপস্থিত হয়েছিল। যখন ১২০০০ টিকিট বিক্রি হচ্ছে। টিকিট বিক্রি যাতে ঠিকভাবে হয় সেজন্য এই সময়ের মধ্যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়”। উল্লেখ্য দিল্লিতে প্রথম ম্যাচে ডেভিড মিলার ও ভ্যান দুষেনের অসাধারণ ব্যাটের ওপর ভর করে ৭ উইকেটে ভারতকে পরাস্ত করে প্রটিয়া বাহিনী। ভারতের হয়ে প্রথমে ইশান কিশানের ৪৮ বলে ৭১ এবং পরে হার্দিক পান্ডিয়া ১২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেললেও, “কিলার মিলার”-এর ব্যাটিং তাণ্ডবে তা ম্লান হয়ে যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News