#Pravati Sangbad Digital Desk:
এর আগে একের পর এক আলাদা রাজ্যের দাবি করতে দেখা গেছে বিজেপির বিভিন্ন রাজ্য নেতাদের। কখনো সৌমিত্র খাঁ কিংবা কখনো জন বার্লা অনেকেই পৃথক রাজ্যের কথা বলেছেন। সর্বপ্রথম জন বার্লা জানিয়েছিলেন উত্তরবঙ্গ কে পৃথক রাজ্য করার কথা। এই নিয়ে অনেক বিতর্ক থাকলেও অনেকে সমর্থনও করেছিল। আবার সৌমিত্র খাঁ যেহেতু বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তাই তিনি রাঢ়বঙ্গের কথা বলেছিলেন তবে বুধবার এক বৈঠক থেকে বেরোনোর সময় তিনি বলেন রাঢ়বঙ্গের চিন্তা ধারা তার দলের নয় সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে তার। বিজেপি নেতাদের এইসব মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি রাজ্য ভাগ করতে চায়। তবে সেই ব্যাপারে এবার কড়া নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি বলেন পৃথক রাজ্যের কথা কেউ যেন আর মুখেও না আনে কয়েক দিনের মধ্যেই রাজ্যে শুরু হতে চলেছে পঞ্চায়েত ভোট আর সেই জন্যই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভোট পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছে সব দল ।বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল লাইব্রেরি তে বিজেপির দলীয় বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন তিনি।
বিজেপির দলীয় বৈঠকে ওইদিন নাড্ডা জানান বিধায়কদের জনসংযোগের সময় বাধা হলো সকাল ন'টা থেকে 11 টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ে তারা সাধারণ মানুষের সাথে দেখা করতে পারবে এবং ঐ নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষদের কার কি প্রয়োজন সেটা শুনতে হবে বিধায়কদের। এছাড়াও কমপক্ষে মাসে পাঁচ দিন হল তাদের নিজেদের এলাকা পরিদর্শনে বেরোতে হবে। এলাকায় কোন সমস্যা আছে কিনা তা জানতে হবে, এলাকার মানুষদের সাথে কথা বলতে হবে, এবং তার সমাধান বের করতে হবে। এবং সেই সমস্ত ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে, অন্যথায় বার অ্যাসোসিয়েশন পর্যন্ত যেতে হবে। কার্যত ভোট পরবর্তী সময়ে রাজ্যে এসে বিজেপির নেতা ও বিধায়কদের কাজের রূপরেখা তৈরি করে দিয়ে যান নাড্ডা।