Flash News
    No Flash News Today..!!
Sunday, January 11, 2026

এবারে বর্ষা দেরিতে দক্ষিণবঙ্গে, থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

সময়ের আগেই বর্ষার আগমন ঘটেছে উত্তরবঙ্গে, অপরদিকে দক্ষিণবঙ্গে চিহ্ন নেই বর্ষার। বাতাসে বেড়ে চলেছে আর্দ্রতা জনিত অস্বস্তি। গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর তবে এরই মধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন 48 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সময়ের আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে উত্তরবঙ্গে তবে সেটি থমকে আছে দক্ষিণবঙ্গের জন্য। আবহাওয়াবিদদের মতে এবারে বর্ষা এসেছে আগে থেকে আন্দামান থেকে শুরু করে কেরালা এবং উত্তর-পূর্ব ভারতের সব  রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গে 11 ই জুন সঠিকভাবে বর্ষা ঢোকার সময় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা কিন্তু এবারতা বিলম্বিত। কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়াবিদদের বর্ষার নির্ধারিত দিনের 4 দিন আগেই বর্ষার আগমন হয়েছে। আগামী দু'একদিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু তাতেও বাতাসে আর্দ্রতার পরিমাণ একই থাকবে ফলে অস্বস্তিজনিত গরম থাকবে। আজ কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3° বেশি। আগামী বৃহস্পতিবার করে নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে ঝাড়খন্ড এবং উড়িষ্যার জেলাগুলিতে বাড়বে তাপপ্রবাহ।

উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। মালদাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্যোগ রাজ্য
Related News