Flash News
Monday, September 22, 2025

দুই মাসে দুবার করে বাড়ল RBI -এর রেপো রেট!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

ফের সাধারণ মানুষের পকেটে ধাক্কা। মে মাসের পর জুনেও রেপো রেট বৃদ্ধি করল RBI। ঠিক এক মাস চার দিনের মাথায় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আবার বাড়িয়ে দেওয়া হল। বুধবার দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে রেপো রেট বাড়ানো হয়েছিল ৪০ বেসিস পয়েন্ট। যার ফলে নতুন রেপো রেট দাঁড়িয়েছিল ৪.৪০ শতাংশ। জুনে যে ফের রেপো রেট বাড়ানো হতে পারে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এমনিতেই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম সেঞ্চুরি ছুঁয়েছে। রান্নার গ্যাসের দাম হাজার টাকা অতিক্রম করেছে। অন্যদিকে ডলারের নিরিখে টাকার পতন হয়েছে রেকর্ড হারে। ধস নেমেছে শেয়ার বাজারেও। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআইয়ের। 



আর্থিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বাজারের যা পরিস্থিতি তাতে অগস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির বৈঠকে ফের রেপো রেট বাড়ানো হতে পারে। অর্থাত্‍ কোভিডের সংক্রমণ ছড়ানোর আগে রেপো রেট যা ছিল, সেই পরিস্থিতিই ফিরতে পারে।রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূল্য সূচককে বিবেচনা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ছিল গত আট বছরে সর্বোচ্চ—৭.৭৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক বছরের শুরুতে ধারণা করেছিল যে মুদ্রাস্ফীতির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকবে। কিন্তু বাস্তবে তার থেকে অনেক বেশি হারে পৌঁছে গিয়েছে মুদ্রাস্ফীতি।
উল্লেখ্য, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আরও কম করা হল। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছে বিশ্বব্যাঙ্ক। গত এপ্রিল মাসে বিশ্বব্যাঙ্ক বলেছিল চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধি পেতে পারে ৮ শতাংশ। এদিন, তা আরও কমিয়ে বিশ্বব্যাঙ্ক পূর্বাভাস দিয়েছে, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি বাড়তে পারে মাত্র ৭.৫ শতাংশ।রেপো রেট বাড়ায় ব্যাংকগুলো ঋণের সুদের হার বাড়াতে পারে, এই আশঙ্কা তৈরি হয়ে গেল। এর আগে বিভিন্ন বেসরকারি ব্যাংক রেপো রেট বাড়ার পরে ইএমআই বাড়িয়ে দিয়েছিল। এবার ফের তারা ইএমআই বাড়াতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই রেপো রেট বৃদ্ধির জেরে ব্যাঙ্কগুলি ঋণের সুদের হার বাড়াতে পারে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। এর আগেও রেপো রেট বৃদ্ধির পর এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্ক ইএমআই বাড়িয়ে মধ্যবিত্তের উপর চাপ তৈরি করেছিল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ অর্থনীতি
Related News