Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

২৩শে সমাপ্তি ২২ গজের 'রাজ' এর

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangba Digital Desk:

দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট জীবনের অবসান। জাতীয় দলে জায়গা পেয়েছিলেন মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে, তার পর থেকেই শুরু জীবনের নতুন ইনিংস। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সাথে দীর্ঘ দিন যুক্ত থেকে রেকর্ড গড়েছেন মিতালি রাজ, তাঁর আগে কোনো মহিলা ক্রিকেটার দীর্ঘদিনের জন্য সক্রিয় ভাবে জাতীয় ক্রিকেট দলের সাথে যুক্ত ছিলেন না, শুধু তাই নয় মহিলা টেস্ট ক্রিকেটে একমাত্র ডাবল শতরান তারই নামে রয়েছে। সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসাবে ওয়ান-ডে সেঞ্চুরি। তবে অবশেষে গতকাল জাতীয় ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন কিংবদন্তী মিতালি রাজ।
জন্ম ১৯৮২ সালে যোধপুরে, বাবা দরাই রাজ ছিলেন ভারতীয় বায়ু সেনার একজন উচ্চপদস্থ আধিকারিক, মাত্র ১০ বছর বয়স থেকেই ক্রিকেটের সাথে যোগ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা, যার ফলশ্রুতি ১৭ বছর বয়সে জাতীয় মহিলা ক্রিকেট দলে যোগ। ক্রিকেটের তিনটি ফরম্যাটে রয়েছে ১০ হাজারের বেশি রান, ২৩ বছরের ক্রিকেটার জীবনে ৮টি টেস্ট, ১৪৮টি ওয়ানডে ম্যাচ, ৩৭টি টি-২০ ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন মিতালি। পদ্মশ্রী, খেলরত্ন, অর্জুনের মতো পুরষ্কার তাঁর ঝুলিতে, কিন্তু অবশেষে ২২ গজে মিতালির রাজ শেষ। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো, বিশ্বকাপে ব্যর্থতা অবসরের জল্পনাকে আরও একটু উস্কে দিয়েছিলো, কিন্তু অবশেষে অবসরের সিদ্ধান্ত।কাল টুইট করে মিতালি বলেন, “ ভারতের হয়ে মহিলা ক্রিকেটের সব ফরম্যাটেই খেলেছি, অনেক ছোট থেকেই ক্রিকেটের সাথে যুক্ত, ২৩ বছরের দীর্ঘ জীবনে দেখেছি নানান ওঠাপড়া, বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই আমি, তবে আজ জাতীয় ক্রিকেটের সব ফরম্যাট থেকেই আমি অবসর নিচ্ছি”। সেই সাথে তিনি আরও বলে, “ দলে এখন তরুণ প্রজন্ম রয়েছে, তাদের বিশেষ করে দরকার এখন, তারাই আমাদের ভবিষ্যৎ, তাই আমার মনে হয় এটাই অবসর নেওয়ার সঠিক সময়”।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News