#Pravati Sangbad Digital Desk:
সম্প্রতি মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা বেলাশুরুতে আমরা দেখতে পাই মুখ্য চরিত্র আরতী অ্যালজাইমার্স এ আক্রান্ত। তাঁর এই রোগের জন্য দীর্ঘ 50 বছর ধরে সংসার করা নিজের স্বামীকেই প্রায় ভুলতে বসেছেন তিনি। কাজেই অনেকের কাছেই কিছুটা পরিষ্কার হয়েছে অ্যালজাইমার্স এর লক্ষণ। এই রোগের প্রধান লক্ষণ হলো স্মৃতিশক্তি লোপ পাওয়া। স্মৃতিশক্তি কমে যাওয়ার ফলে সামাজিক যোগাযোগ হ্রাস পায়,ব্যবহারিক বদল আসে অ্যালজাইমার্স আক্রান্ত রোগীর। এই রোগে আক্রান্ত হলে রুগী আস্তে আস্তে সামাজিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারবেন না, লিখতে পারবেন না, এমনকি মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা পর্যন্ত সঠিকভাবে করতে অক্ষম হবেন তাঁরা। অর্থাৎ অ্যালজাইমারস আক্রান্ত রোগী আস্তে আস্তে নিজের থেকে নিজেকেই হারিয়ে ফেলবেন।
এসব জানার পর প্রশ্ন আসতেই পারে যে, এই রোগের থেকে মুক্তির উপায় কি! না ,এই বিস্মরণপ্রবণতার সম্পূর্ণ সমাধান বা সম্পূর্ণরূপে নিরাময়ের পথ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন কিছু ঔষধ অবশ্যই আছে কিন্তু যেগুলো শুধুই এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সম্পূর্ণরূপে নিরাময় করতে পারেনা। এই রোগে রোগী যেহেতু নিজেই নিজের খেয়াল রাখতে পারে না তাই বিভিন্ন রকম অসুস্থতা তৈরি হয়। মন ভালো রাখা এই রোগের একমাত্র উপায় যার জন্য রোগীর সাথে থাকা ,তার সাথে কথা বলা, তাকে সর্বান্তকরণে বোঝা, তাঁর সহমর্মী হওয়া এইগুলো অনেক কাজে দেয়। তবেই এই রোগে কখনো কারো মৃত্যু হতে পারে না। মস্তিস্কের পুষ্টিদায়ক বিভিন্ন খেলা এই রোগে দারুন কাজ দেয়।
সব রোগেরই কিছু কিছু কারণ থাকে ঠিক সেরকমই অ্যালজাইমার্সেরও নির্দিষ্ট কিছু ফ্যাক্টর আছে। জীবন যাপন পদ্ধতি ঠিক না হলে এই রোগ হতে পারে তাই সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল মেনে চলা সবার দরকার। আবার বিশেষজ্ঞদের মতে এটি জিনগত রোগ। তবেই এই রোগে মস্তিস্কের স্নায়ুকোষগুলি নষ্ট হয়ে যেতে পারে, যেটার কারণ হলো যে কোনো রকমের অসুস্থতা বা প্রোটিন ডিপোজিট। তবে এই রোগের সমাধান এবং কারণ সম্পর্কে আরো অনেক রিসার্চ করছেন বিজ্ঞানীরা।