Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ডিজিটাল লেনদেনে সাবধান! একটু ভুলেই যেতে পারে সঞ্চিত অর্থ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে আধুনিক বিশ্বে ক্রমেই বেড়ে চলেছে অনলাইন লেনদেনের ব্যাবহার, যা ব্যাঙ্কে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা থেকে অনেকটাই আরামদায়ক ও সময়সাপেক্ষ । ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই জোর দিয়েছেন ডিজিটাল লেনদেনে, চালু করেছেন ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রকল্প, আর সেই প্রকল্পকে অনেকটাই ঊর্ধ্বগামী করেছে করোনা মহামারি। দেখা যাচ্ছে স্পর্শহীন লেনদেন বা লকডাউনে ঘরে থেকে লেনদেনে মানুষ অনেকখানি স্বাচ্ছন্দ। বাজারে Gpay, Paytm, Phonepe এর মতো অনেক অত্যাধুনিক ডিজিটাল লেনদেনের অ্যাপ এসেছে, যাতে মানুষ খুব সহজেই টাকা লেনদেন থেকে শুরু করে অনলাইন শপিং হয়। বর্তমানে অনেক দোকান, শপিংমল এমনকি রাস্তার ধারে ফাস্ট ফুডের দোকানেও এই ডিজিটাল লেনদেন অ্যাপের ব্যাবহার চোখে পরে।
তবে সব জিনিসেরই ভালো মন্দ দিক থাকে, সেই দিক থেকে বলতে গেলে এই সমস্ত ডিজিটাল লেনদেন অ্যাপ নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে আপনার সারা জীবনের জমানো অর্থ। সেই রকম ঘটনা এড়িয়ে যেতে হলে মানতে হবে সামান্য কিছু বিধি। প্রথমত, ফোনে সব সময় সিকিউরিটি লক, কিংবা অ্যাপ লক দিয়ে রাখতে হবে, যাতে যে কেউ আপনার ব্যাক্তিগত তথ্য সম্পর্কে বিশদে জানতে না পারে। অনেক সময় আমরা আমাদের ফোনে আসা যে কোন লোভনীয় ও প্ররোচনামূলক  লিঙ্কে ক্লিক করে দিই, কিন্তু তার পরেই দেখতে পায় ব্যাংক থেকে একটা মোটা অঙ্কের টাকা কেটে নেওয়া হয়েছে, সে ক্ষেত্রে এই সমস্ত লিঙ্ক অবশ্যই এড়িয়ে চলতে হবে। লেনদেনের অ্যাপ ব্যাবহার করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে UPI পিন কোড, যা একান্তই ব্যাক্তিগত। শুধু তাই নয়, কিউআর কোড স্ক্যান করে লেনদেন করার সময় ভালো করে দেখে নিতে হবে কিউআর কোডটি আদেও সঠিক কিনা, নাকি কোন প্রতারক ফাঁদ পেতে বসে আছে। অনেক সময় দেখা যায় আমরা কোন লেনদেন করার সময় ডেভিড কার্ডের ব্যাবহার করি, কিন্তু আমাদের অজান্তেই ডিজিটাল লেনদেনের অ্যাপে সেভ হয়ে থাকে কার্ডের সমস্ত তথ্য, সেক্ষেত্রে কার্ডের নথি ও বিশদ তথ্য অ্যাপ থেকে মুছে দেওয়া খুব জরুরি। এই সামান্য কিছু খুঁটিনাটি মাথায় রাখলেই ডিজিটাল লেনদেন আপনার পক্ষে নিরাপদ

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি অর্থনীতি
Related News