Flash News
Monday, September 22, 2025

পুজোর থিম “কেকে”, প্রয়াত সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি উত্তর কোলকাতার এক পুজো কমিটির

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

সামনেই দুর্গোৎসব, ইতিমধ্যেই পুজোর থিম ভাবতে শুরু করে দিয়েছেন পুজো উদ্দ্যগতারা, প্রতিমা গড়ার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরই এই সময় থেকেই শহরের নামিদামি পুজো কমিটি গুলি তাদের পুজোর থিম ভাবতে শুরু করেন, এই বারেও তার অন্যথা হয়নি। ঠিক সেই রকমই এক অভিনব পুজোর থিম নিয়ে হাজির হল উত্তর কোলকাতার এক পুজো কমিটি। জানা গিয়েছে এই বছরের কবিরাজ বাগানের পুজোর থিম সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে। যা শুনে রীতিমতো হতবাক কেকে-র অনুগামীরা।

গত ৩১শে মে নজরুল মঞ্চে গান গাইতে উঠেছিলেন সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে, সেটিই ছিল তার জীবনের শেষ কনসার্ট। ঠিক ৩১শে মে-র রাতেই শহরের এক পাঁচ তারা হোটেলে অসুস্থ হয়ে পড়েন শিল্পী, পরে হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেকে-র আকস্মিক মৃত্যুতে স্তব্ধ গোটা সঙ্গীত জগত। নজরুল মঞ্চে দর্শকের জন্য প্রায় আড়াই হাজারের কাছাকছি আসন রয়েছে, কিন্তু সে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৭ হাজারের ওপর মানুষ, অন্যদিকে ঠিক মতো কাজ করছিল না এসি। দর্শকদের কথায় বারবারই ঘাম মুছছিলেন কেকে, জল খাচ্ছিলেন বারংবার, অর্থাৎ অত গরমে সেখানেই অসুস্থ বধ করেন প্রয়াত শিল্পী, কিন্তু গানের ভালবাসাই মঞ্চ ছেড়ে বেরিয়া যাননি, হইত মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলে তাকে প্রয়াত বলতে হতো না আমাদের, এই পুরো ঘটনাটাই পুজোর থিম হিসাবে বেঁছে নিয়েছেন উদ্যোক্তারা। সেই সাথে পুজো মণ্ডপে থাকবে এক বিশাল স্ক্রিন, যাতে পুনরায় সম্প্রচারিত হবে কেকে-র নজরুল মঞ্চের অনুষ্ঠান। সেই সাথে থাকবে কেকে-র এক বিশাল মূর্তি, মূর্তিটি ইতিমধ্যেই তৈরির কাজও শুরু করে দিয়েছেন শিল্পী মন্টি পাল। পুজোর থিমের সাথে সামঞ্জস্য রেখে পুজোর কটা দিন বাজবে কেকে-র বিভিন্ন গান। পুজো কমিটির উদ্যোক্তা অমল পাল জানিয়েছেন, “গুরুদাস কলেজ আমাদের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, কেকে-র অকাল প্রয়ানে আমরা গভীর ভাবে শোকাহত, তার স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই থিম"।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News