Flash News
Sunday, September 28, 2025

আবার বাতিল লোকাল ট্রেন, ব্যান্ডেল শাখায় যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা

banner

journalist Name : Tamoghna Mukhejee

#Pravati Sangbad Digital Desk:

পোস্ট নন ইন্টারলকিং কাজের দরুন আগামী একমাস ব্যান্ডেলের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তা ইতিমধ্যে জানিয়েছে পূর্ব রেলওয়ে। আর তাতেই আবারও একবার যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা মাথাচারা দিয়ে উঠছে। প্রসঙ্গত, ক’দিন আগেই এই একই শাখায় পোস্ট নন ইন্টারলকিং-এর কাজ হওয়ার দরুন তিনদিন সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ থাকায় তীব্র সমস্যার মুখে পড়েন যাত্রীরা।

উল্লেখ্য,বর্ধমান এবং হাওড়া লাইনের অনেক ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার দরুন বহুসংখ্যক যাত্রী পূর্ব রেলে অভিযোগ জানিয়েছিল, ফলত, রেল অধিকারিকেরা এই পোস্ট নন ইন্টারলকিং এর প্রয়োজন অনুধাবন করেন। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে,এই কাজের পাশাপাশি একটি ইএমইউ ওয়াশিং ইউনিট তৈরি হচ্ছে। তাই কাটোয়া, মেমারি এবং বর্ধমান থেকে একটি করে ইএমইউ লোকাল বাতিলের সাথে সাথে হাওড়া থেকে ৩টে ও ব্যান্ডেল থেকে ৪টে ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। এই ১০টি ট্রেন বাতিল হওয়ার জন্য যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হবে তা বলাই বাহুল্য।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্যোগ পরিবহন রাজ্য
Related News