Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দিল্লি পুলিশের মুকুটে জুড়ল নতুন পালক ; দিন চারেকের মধ্যে খুঁজে পাওয়া গেল ১০ লাখি হীরের ব্রেসলেট

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Bangla Digital Desk:

দিল্লি পুলিশের তৎপরতায় এক যাত্রী ফেরত পেলেন খোয়া যাওয়া হীরের ব্রেসলেট। সূত্র অনুযায়ী, গত ৩০শে মে কলকাতা থেকে দিল্লিগামী প্লেনে ওই যাত্রী ওঠেন, প্লেন অবতরন পরে ওই যাত্রী নিজের বাড়ি চলে যান। পরেরদিন "গ্রেটার কৈলাস ২" এ বসবাসকারী ওই যাত্রী বুঝতে পারেন  ১০ লক্ষ টাকা মূল্যের ব্রেসলেট তার হাতে নেই। এক মুহূর্ত দেরী না করে ওই যাত্রী ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ডি সি পি তনু শর্মার কথায়, ওই যাত্রীর বর্ণনা অনুযায়ী, তাঁরা পরিবাহক বেল্ট ২ এর সি সি টিভি ফুটেজ খতিয়ে দেখেন। এরপরে পরিবাহক বেল্ট ১ এ  পুলিশ স্টাফেরা চিরুনি তল্লাশি চালান, এবং সেখানেই ওই ব্রেসলেট পাওয়া গেছে বলে জানা গেছে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দ্রব্যমূল্য পরিবহন অন্যান্য