Flash News
Monday, September 22, 2025

জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর ভূমিকাবদল!! কলকাতার রাস্তায় ডিম-পাউরুটির বিকিকিনি!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

কলকাতার রাস্তায় ডিম,পাউরুটি বিক্রি করছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সীমা বিশ্বাস! সাদা মলিন কাপড় পড়ে কলকাতার রাস্তায় বিক্রি করে সংসার চালাচ্ছেন শেখর কাপুরের 'ব্যান্ডিট কুইন' চলচ্চিত্র খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস! ওই ছবিতে ফুলনদেবীর চরিত্রে অভিনয় করে কার্যত দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। তবে এখন অবশ্য ফুটপাথে বসে ডিম পাউরুটি বিক্রি করছেন সীমা বিশ্বাস। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর এই অবস্থা দেখে আঁতকে উঠবেন না যেন। কোন অর্থসংকটে নয়, বরং কাজের জন্যই এই কাজ করছেন সীমা বিশ্বাস।
সম্প্রতি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত  'মনপতঙ্গ'  নামক ছবিতে কাজ করছেন সীমা বিশ্বাস। আর সেখানেই চরিত্রের প্রয়োজনে রাস্তার ধারে বসে ডিম পাউরুটি বিক্রি করছেন তিনি। এর আগে 'দুজনে' ছবিতেও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন সীমা বিশ্বাস, এই ছবিতে অভিনয় করেছিলেন দেব এবং শ্রাবন্তী। সময় চলে গিয়েছে ১৩ বছরের পার,আবার বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। জানা যায়, রাজদীপ ও শর্মিলার এই ছবি নিখাদ প্রেমের গল্প। অত্যাচারের ভয়ে গ্রাম থেকে কলকাতায় পালিয়ে আসা এক প্রেমিক ও প্রেমিকার জীবনের লড়াই এবং ভালবাসাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির স্ক্রিপ্ট। চিত্রনাট্য অনুযায়ী, গ্রাম থেকে পালিয়ে এসে প্রেমিক ও প্রেমিকার ঠাঁই হয় ফুটপাথে,সেখানেই ডিম-পাউরুটির দোকান চালান সীমা বিশ্বাস। ১৩ বছর আগে দেব ও শ্রাবন্তীর 'দুজনে' ছবিতেও অভিনয় করেছিলেন সীমা। ছবিতে সীমা ছাড়াও অভিনয় করেছেন শুভঙ্কর মহান্ত, বৈশাখী রায়, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, জনার্দন ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, অনিন্দ্য রায়রা। রয়েছেন জয় সেনগুপ্ত ও তন্নিষ্ঠা বিশ্বাসও। ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে নিজের আবেগ কিছুতেই ধরে রাখতে পারছিলেন না সীমা,ব্যাক্ত করেছেন “আমি অভিভূত। দারুণ ভাল লেগেছে আমার কাজ করে। ওঁরা সকলেই স্টার।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News