#Pravati Sangbad Digital Desk:
ভারতীয় ক্রিকেটের নন্দন কানন, যাকে ঘিরে বাঙালির উন্মাদনা, আবেগ, আর একরাশ ভালোবাসা, দীর্ঘ কয়েক শতক ধরে শহরের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে এই ইডেন গার্ডেন, বহু ইতিহাসের সাক্ষী। ১৮৬৪ সালে ইংরেজ সরকারের হাত ধরে প্রথম পথ চলা শুরু, তারপর থেকে যত দিন গড়িয়েছে ততই ভারতীয় ক্রিকেটে ইডেনের মাহাত্ম্য বেড়েছে। বাঙলার গর্ব সৌরভ গাঙ্গুলির ছক্কাও দেখেছে এই ইডেন গার্ডেন, শুধু তাই নয় বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায় এই স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে গোলাপি বলের টেস্টেরও আয়োজন করেছিলো, এক কোথায় ভারতীয় ক্রিকেটের মক্কাও বলা চলে ইডেন গার্ডেনকে। তবে এবার ইডেন এর ওপর থেকে চাপ কমাতে বড় উদ্যোগ নিল সিএবি। রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে রাজারহাটে প্রায় ১৪ একর জায়গা কিনেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। শোনা গিয়েছিলো বেশ কিছু দিন আগেই, তার পরেই রাজ্য সরকারে তৎপরতায় রাজ্যে হতে চলেছে আরও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। তবে জমির দাম বাবদ ৩০ কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে সিএবিকে। সূত্রের খবর প্রাথমিক সব রকম স্বাক্ষর পর্ব শেষ, এখন শুধু হাতে জমির কাগজ পাওয়ার অপেক্ষা। জায়গা পরিদর্শনেও এসেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, এখন শুধু কাজ শুরুর অপেক্ষা।
কোলকাতায় যে কোন ধরণের আন্তর্জাতিক মানের ম্যাচ খেলা হয় এই ইডেন গার্ডেনসেই, যার ফলে চাপ সৃষ্টি হয় খুব, সেই বাড়তি চাপ কমাতেই উদ্যোগী সিএবি। মহারাষ্ট্রের মতো রাজ্যে রয়েছে একাধিক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যার ফলে একটি স্টেডিয়ামেই চাপ সৃষ্টি হয় না, এবার সেই পথেই এগোতে চাইছে সিএবি।