Flash News
Monday, September 22, 2025

তাহলে কী এবার বিজেপির রাষ্ট্রপতির পদে আব্বাস নাকভি!

banner

journalist Name : Srijita Mallick

#Pravati Sangbad Digital Desk:

 বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভির ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা অব্যাহতই রইল। প্রথমে রাজ্যসভা, তার পরে লোকসভার উপনির্বাচনেও তাঁর টিকিটের শিকে ছিঁড়ল না। ফলে আগামী বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষে বিজেপির তরফে কোনও মুসলিম সাংসদকে দেখা যাবে না। এবারের জল্পনা, সম্ভবত আরএসএস ঘনিষ্ঠ মুসলিম এই নেতা এবার রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী হতে চলেছেন। মুখতার আব্বাস নাকভি না থাকলে লোকসভা কিংবা রাজ্যসভায় কোনও সংখ্যালঘু সদস্য থাকবে না বিজেপির। ফলে জল্পনা তীব্র হয়েছে, তাহলে কি এই সংখ্যালঘু সদস্যকে ছেঁটে ফেলা হবে, নাকি আরও বড় কোনও পদে নিয়ে যাওয়া হবে?
চলতি বছরেই রাষ্ট্রপতি নির্বাচন। ২৪ এর লোকসভা নির্বাচনের কথা ভেবে সেখানেও চমক দিতে চাইছে গেরুয়া শিবির। পশ্চাৎপর সম্প্রদায়ের কোনও মহিলাকে রাষ্ট্রপতি হিসাবে চাইছে দলের একাংশ। অন্য অংশের দাবি সংখ্যালঘু মুখ। ভাবনার বিষয় এই যে ২৩ সালে উপরাষ্ট্রপতি পদ থেকে অবসর নেবেন বেঙ্কাইয়া নাইডু। সেখানে এবার কোনও সংখ্যলঘু মুখ সামনে আনতে পারে পদ্মশিবির , এমন জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির মতো কোনও দেশের সংবিধানিক পদ মুখতার আব্বাস নকভির কপালে জুটে গেলেও যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন,বিজেপির বিভাজনের রাজনীতি বারবার ব্যর্থ হচ্ছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের নির্বাচনে পরাজয় তারই প্রমাণ। ফলে নিজেদের স্ট্যাটাস পাল্টাতে চাইছে চাইছে বিজেপি। নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে এ পদ দুটোকে ব্যবহার করতে চাইছে মোদি সরকার।অবশ্য উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য বিজেপিকে তেমন কোনো কষ্ট করতে হবে না। কারণ এই নির্বাচনের ভোট দেন শুধু সাংসদরাই। আর বিজেপির সাংসদ সংখ্যা বেশি। সুতরাং জয় আসবে অনায়াসে,কিন্তু  সমস্যার সৃষ্টি হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে,এমনটাই অভিজ্ঞদের মত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ নির্বাচন
Related News