Flash News
Monday, September 22, 2025

জন্মে চার মিনিটের ব্যাবধান, সেই ধারাই বজায় থাকলো মাধ্যমিকের ফলাফলেও

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

একই বৃন্তে দুটি কুসুম, কবি কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি, যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িত। আশেপাশে আমরা অনেক এই রকম দৃশ্য দেখতে পাই, একই মায়ের পেটের দুই সন্তান, জন্ম একই দিনে, দেখতে একই রকম, তবে জন্মের ব্যাবধান মাত্র কয়েক মিনিটের, সাধারণত এই রকম শিশুদের আমরা যমজ বলে থাকি। আর এবার মাধ্যমিকের ফলাফলে নজর কেড়েছে তমলুকের দুই যমজ বোন তন্নিষ্ঠা আর উপনীতা। তাদের প্রাপ্ত নম্বরে ঠিক চার নম্বরের ব্যাবধান, জন্ম সূত্রেও চার মিনিটের ব্যাবধান, বড় বোন তন্নিষ্ঠা জন্মানোর ঠিক চার মিনিট পরেই ভূমিষ্ঠ হয়েছিল ছোট বোন উপনিতা, সেই চার সংখ্যাটাই ফিরে এলো আবার মাধ্যমিকের ফলাফলে। গত ৩রা জুন প্রকাশিত হয়েছে ২০২২  সালের মাধ্যমিকের ফলাফল, ফলাফল জানার পরেই সামনে এসেছে এমন খবর। জানা গিয়েছে দুই বোন তমলুকের রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাইস্কুলের কৃতি ছাত্রী, বরাবরই স্কুলের মেধা তালিকার প্রথমে থাকতো বড় বোন তন্নিষ্ঠার নাম এবং ঠিক তার পরেই দ্বিতীয় স্থানে থাকতো ছোট বোন উপনিতার নাম, ঠিক একই ধারা বজায় থাকলো মাধ্যমিকের ফলাফলেও। শুধু ভালো ফলই নয় তন্নিষ্ঠার নাম এসেছে মাধ্যমিকের মেধা তালিকাই দশম স্থানে ওপর দিকে ছোট বোন উপনিতার নাম এসেছে চতুর্দশ স্থানে, কিন্তু তাতেও খুশি দুই যমজ বোনের বাবা মা। বাবা বেসরকারি বহুজাতিক সংস্থাই কাজ করেন এবং মা ইংরেজি শিক্ষিকা। বরাবরই দুই বোনের বিজ্ঞান ভালো লাগে, ভবিষ্যতেও বিজ্ঞান নিয়ে এগোনোর ইচ্ছে জমজ বোনের। বড় বোন তন্নিষ্ঠা অঙ্ক নিয়ে এগোতে চায় এবং ছোট বোন উপনীতার ইচ্ছে ডাক্তার হওয়ার। দুই বোনের সাফল্যে খুশি স্কুলের শিক্ষিকারাও।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News