Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

এক নয় দুই নয় একেবারে ৪৬ বছর পর লাইব্রেরিতে ফেরত এল বই

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Prabhati Sangbad Digital Desk:

কথায় আছে, বউ আর বই একবার যদি হাতছাড়া হয় তাহলে সে আর ফিরে আসে না, আর সেই বই যদি বহুমূল্য হয়, আর তা যদি লাইব্রেরী থেকে নেওয়া হয় তাহলে সে বই ফেরত পাওয়ার আশা ছেড়ে দেওয়াই ভাল। এইসব মিথ মিথ্যে করে ৪৬ বছর পর লাইব্রেরীতে ফিরে এল একটি দুর্লভ বই। ঘটনাটি ঘটেছে আমেরিকার এক লাইব্রেরীতে। ওকলাহোমার ওয়াসো লাইব্রেরীর থেকে জানানো হয়, "অ্যানি অ্যানি"  নামে একটি বই, ১৯৭৬ সালের ৮ ই সেপ্টেম্বর ওই লাইব্রেরী থেকে নেওয়া হয় যখন, তখন হাতে লিখে বই দেওয়ার চল ছিল, তাঁর পর এক এক করে অনেকগুলো বছর পার হলেও ওই বই লাইব্রেরী মুখো হয়নি, অবশেষে ৪৬ বছর পর সেই বই আবার লাইব্রেরীতে ফিরে আসে। এখন কম্পিউটারে দেওয়া হয় বই তাই ওই বইটি কে নিয়েছিলেন তা বোঝা যায়নি। লাইব্রেরীর তরফ থেকে ফেসবুকে বইদাতাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং জানিয়েছে উক্ত বইটি অত্যন্ত দুষ্প্রাপ্য, কার্যত পাওয়াই যায় না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ঐতিহাসিক