Flash News
Monday, September 22, 2025

বারবার ফাটল, অবশেষে আইআইটি রুরকির কাছে কোলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

দেশের মধ্যে প্রথম মেট্রো চালু হয়েছিল এই রাজ্যেই, ধীরে ধীরে নিজের পরিসর বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ, কিছু দিনের মধ্যেই চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো ষ্টেশন, হাওড়া মেট্রো স্টেশনের কাজও চলছে জোর কদমে, সেই সাথে কোলকাতা মেট্রোরেলের নতুন সংযোজন ভিক্টোরিয়া মেট্রো, কাজ শুরু হবে খুব দ্রুত। তবে মেট্রোর কাজ চলছে বহুদিন ধরেই, শহরের নিচ দিয়ে ছুটে যাচ্ছে মেট্রো টানেল তৈরির কাজ, কিন্তু সেই কাজে বারবার ফাটল ধরছে একাধিক কর্তৃপক্ষ বউবাজার মেট্রোর কাজ চলছে বেশ কিছু বছর ধরে, ঠিক আড়াই বছর আগেই মেট্রোর টানেল তৈরির সময় ফাটল ধরেছিল বৌ বাজারের দুর্গাপাটুরি লেনের একাধিক বাড়িতে, সাময়িক ভাবে ফাটল মেরামত করে দেওয়া হলেও, আবার ফাটল দেখা দিয়েছে ওই একই জায়গায়। তাই বারবার ফাটল এড়াতে কে.এম.আর.সি.এল কর্তৃপক্ষ আই.আই.টি রুরকির সাহায্য নিতে চলেছে। জানা গিয়েছে কিছু দিনের মধ্যেই শহরে আসবে আই.আই.টি রুরকির বিশেষজ্ঞ দল,তাদের পর্যবেক্ষণের পরেই পরবর্তী পদক্ষেপ নেবে কোলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে স্যাফটের ঢালাই এর পরে জলের সমস্যা মিটে গেলেও, ওই নির্দিষ্ট এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়, তৎক্ষণাৎ বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন এলাকাবাসি নিজেদের সমস্যা নিয়ে রাজ্য সরকার এবং মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গেও দেখা করেন, মেট্রো রেলের তরফ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News