Flash News
Sunday, September 28, 2025

স্কুলের গরমের ছুটি নিয়ে বড়ো ঘোষণা করলো রাজ্য

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে চলছে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে  গ্রীষ্মকালীন ছুটি। তবে গরমের সময়ে স্কুল ছুটি চলাকালীনই করোনার টিকাকরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গরমের ছুটি মিটলেই টিকা না পাওয়া স্বল্পসংখ্যক ছাত্র-ছাত্রীদেরকেও ভ্যাক্সিনেশন শেষ হয়ে যাবে বলে আশাবাদী রয়েছে স্বাস্থ্য দফতর। এহেন পরিস্থিতিতে জানাগিয়েছে, এই কাজ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় ১৫ বছর থেকে ১৭ বছর বয়সসীমার মধ্যে থেকে ৯০ শতাংশ ছাত্র-ছাত্রীদের প্রথম ডোজের টিকাকরণ শেষ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবার সেই সাথে অন্যদিকে, ১২ বছর থেকে প্রায় ১৪ বছর বয়সসীমার সমস্ত পড়ুয়াদের প্রায় ৮০ শতাংশেরই প্রথম ডোজের টিকাকরণ শেষ হয়ে গিয়েছে।এবং বাকী ১০% থেকে ২০% এর প্রথম ডোজ ও সকলের দ্বিতীয় ডোজ দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য। তবে কবে গরমের ছুটি থেকে স্কুল পুনরায় আবারও চালু করা হবে সেই বিষয়ে আপাতত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষা দপ্তর সুত্রে জানা যাচ্ছে, মিড-ডে মিল দেওয়ার জন্য স্কুল চলতি সপ্তাহে এমনিতেই খোলা আছে, অন্যদিকে আগামী সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট। এছাড়াও একাদশের ভর্তির জন্য স্কুলের অফিসিয়াল কাজকর্ম এমনিতেই চলবে। তবে স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশে আগামী সপ্তাহ থেকেই স্কুলে ক্লাস চালু করতে পার, শিক্ষা দপ্তর। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News