Flash News
  1. ফের দিল্লিতে বিস্ফোরণ ! দিল্লি সহ চার জায়গায় বিস্ফোরণের ছক ছিল
Friday, November 14, 2025

মিশরে খোঁজ মিলল ২৫০০ বছর পুরনো ঐতিহাসিক মমির

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

“কী হে মার্জার তুমিও কি নেফ্‌দেৎ দেবীর অবতার নাকি?”সত্যজিত রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কু তাঁর বিড়াল নিউটনকে ঠিক এই কথাটাই বলেছিলেন। মিশরে প্রত্নতাত্ত্বিকের একটি দল এবার ২৫০০ বছরের পুরনো মমির রহস্য উদ্ঘাটন করলেন, বিশ্বের দরবারে নিয়ে আসা হল বিপুল পরিমাণের প্রাচীন নিদর্শনের প্রমান। মিশরের রাজধানীর কাছে অবস্থিত নেক্রপলিসে ২০১৮ সাল থেকে প্রত্নতাত্তিকেরা খনন করে ১৫০ টি ব্রোঞ্জের মূর্তির সঙ্গে ৪০ টি কফিন আবিষ্কার করেছেন। এই ১৫০ টি মূর্তির মধ্যে হলিউড মমি সিনেমার ইমহোটোপের মাথাবিহীন মূর্তির সাথে দেবী আইসিসের কাঠের মূর্তি ও দেবীর আচারের জন্য তৈরি ব্রোঞ্জের পাত্র পাওয়া গেছে,মিশরের পুরাণ অনুযায়ী আইসিস ছিলেন উর্বরতার দেবী।
এছাড়াও দেবতা নেফথিস এর সোনালি মুখের কাঠের মূর্তি সহ প্যাপিরাস কাগজে লেখা হায়ারগ্লিফিক লিপির খোঁজ মিলেছে এই খনন কার্যে। প্রত্নতাত্ত্বিক প্রধান মুস্তাফা ওয়াজিরি জানিয়েছেন বিভিন্ন দেবতা যেমন আমুন, মিন, ওসিরিস, নেফ্রাতাম, বাস্তেত, হাথরের মূর্তির সাথে সাথে ২৬৩০ খ্রিস্টপূর্বে মিশর শাসক ফ্যারাও জোসারের মূর্তিও পাওয়া গেছে এবং এর সাথে সাথে কিছু পাত্র, কানের দুল ও ব্রেসলেট  সাক্কারার এই জায়গায় পাওয়া গেছে বলে জানিয়েছেন।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image