#Pravati Sangbad Digital Desk:
দীর্ঘ ৫ বছর যুদ্ধ করে অবশেষে ভারতীয় রেল জি এস টি র গেরোয় কাটা টাকা দিতে একপ্রকার বাধ্য হল। ঘটনাটি ঘটে ২০১৭ সালে, রাজস্থানের কোঁটার এক ইঞ্জিনিয়ার ভারতীয় রেল টিকিটে জি এস্ টি চার্জ সংযোজন হওয়ার পূর্বে ৭৬৫ টাকা দিয়ে তাঁর শহর থেকে নিউ দিল্লি পর্যন্ত গোল্ডেন টেম্পল মেলের টিকেট কাটেন। বিশেষ কারণে যখন তিনি টিকিটটা ক্যানসেল করেন তখন তিনি লক্ষ্য করেন ক্যানসেলের মূল্য ৬৫ টাকার সঙ্গে সার্ভিস চার্জ ৩৫ টাকা জুড়ে পুরো ১০০ টাকাই কেটে নেয় রেল কর্তৃপক্ষ। এই ৩৫ টাকা কাটা নিয়েই রেলের সঙ্গে সংঘাতে যান সুজীত স্বামী নামে কোঁটার ওই বাসিন্দা। ভারতীয় রেলের সঙ্গে বহুসংখক মেইল এবং বিভিন্ন মামলা করার পরে ২০১৯ সালের মে মাসে রেলের তরফ থেকে উনাকে ২ টাকা কেটে ৩৩ টাকা সরাসরি ব্যাঙ্কে পাঠানো হয়।
সুজিতবাবু তাতেও ক্ষান্ত হননি, রেল কর্তৃপক্ষর কাটা ওই ২ টাকা নিয়েই নতুন ভাবে কোমর বেঁধে আইনি লড়াইয়ে নামেন। অবশেষে দীর্ঘ ৫ বছর লড়াইয়ের পরে নিজের ৩৫ টাকা উদ্ধার করেই থেমে থাকেননি নিজের সঙ্গে ২.৯৮ লক্ষ্ আই আর সি টি সি গ্রাহকের ৩৫ টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। রেল মন্ত্রকের কথা অনুযায়ী যদি কোন গ্রাহক জি এস টি চালুর আগে টিকিট কাটেন সেই সময়ে যে পরিষেবা কর কাটা হয়, জি এস টি চালুর পরে সেই কর ফেরতযোগ্য নয়, কিন্তু যদি জি এস টি চালুর আগে ক্যানসেল করা হয় তাহলে কর কাটা যাবে না এবং এটি রেলের ৪৩ নং সার্কুলারে উল্লখ করা আছে। কিন্তু সুজিতবাবুর কথা অনুযায়ী, উনি জি এস টির আগেই সবটা মিটিয়ে দেন, এছাড়া তিনি আরও সংযোজন করছেন ৫০ অধিক আর টি আই ফাইল করেছেন এই ৫ বছরে, অবশেষে যুদ্ধ জয়ের পরে তিনি রেল মন্ত্রক, প্রধানমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন এটা শুধু আমার জয় নই সমগ্র ভারতবাসী তথা সাধারণ মানুষের জয়।