Flash News
Monday, September 22, 2025

বাদল অধিবেশনেই পাশ হতে পারে আচার্য বিল, রাজ্যপালের সই নিয়ে আছে যথেষ্ট সন্দেহ

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk :

বাংলার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপাল কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। বাদল অধিবেশনেই আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর বিল পাস করানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১০-ই জুন থেকে শুরু হতে পারে বাদল অধিবেশন। ১০-ই জুন থেকে শুরু হয়ে ১০-ই জুন শেষ হবে এই অধিবেশন প্রথম দিন অর্থাৎ ১০- ই জুন শোক প্রস্তাব দিয়ে শেষ হয়ে যাবে বৈঠক তারপরে ১৩-ই জুন মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
এই অধিবেশনে কার্যত ঠিক হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানো এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর বিল। তবেই বছরের মাঝামাঝি আরো একবার হবে অধিবেশন কারণ এই সময়কালীন অধিবেশনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে বলে ধারণা। আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো এবং ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানোর বিল মন্ত্রিসভায় ঠিক হলেও বিধানসভায় সবার আগেই এই বিল পাস করে সরকারিভাবে এটিকে আইনে পরিণত করতে হবে। তবে এমন একটি সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক মহলে উঠছে হাজারো প্রশ্ন। কারণ আচার্যপদ থেকে রাজ্যপাল কে সরাতে গেলে সেই আইনের বিলগুলি পাস করাতে হবে রাজ্য সরকার থেকেই এবং যেগুলোতে সই করবেন রাজ্যপাল নিজে ,ফলে তিনি তার বিরুদ্ধে হওয়া এমন একটি ঘটনায় সই করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রাজ্যপাল সই না করলে বিল গুলি পাস করানো সম্ভব নয়। আরো বেশ কয়েকটি বিল এই তালিকায় আছে যেগুলি রাজ্যপালের সম্মতির অপেক্ষা করছে। এরকম অনেক ঘটনা আছে যেখানে রাজ্যপাল বেশ কয়েকটি বিল পাঠিয়ে দিয়েছিলেন যোগ্য উত্তর পাওয়ার উদ্দেশ্যে, যেমন হাওড়া পৌরসভার সংশোধনী বিল বছর নভেম্বরে স্বাক্ষরের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল কিন্তু রাজ্যপালের চিঠি ফেরত পাঠিয়ে দিয়েছিল। তাই আচার্য পদের এই বিলটি তিনি স্বাক্ষর করবেন কিনা তা নিয়ে অনেক সন্দেহ দানা বাঁধছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News