Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

3 হাজার কোটি টাকা, তাও আবার দিনমজুরের একাউন্টে, কিভাবে সম্ভব!

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

কাজে দিনমজুর কিন্তু 3 হাজার কোটি টাকা অবাক করছে সবাইকে। অবাক দিনমজুর নিজেও। হাবড়ার এক যুবকের ঘটনা , যিনি পেশায় দিনমজুর হঠাৎই তার অ্যাকাউন্টে ৩০০০ কোটি টাকা এসে পড়ে। কিন্তু কোথা থেকে কিভাবে হঠাৎ করে এত গুলো টাকা এসে ঢুকলো তার তথ্য এখনও পাওয়া যায়নি । জানা যায় উত্তর ২৪ পরগনার হাবড়ার বাউগাছি নাংলা তে ওই যুবকের। ব্যাংকে গিয়েছিলেন কিছু টাকা তুলে স্থানীয় একটি সেবা কেন্দ্রে যাবেন এবং সেই থেকে তার নজরে আসে এই ঘটনাটি। সেই দেখে প্রায় আতঙ্কিত হয়ে যান দিনমজুর যুবক এবং তিনি এও বলেন ওই টাকা তার চাইনা। এরপর স্থানীয় পুলিশের কাছে যান তিনি। জানা যায় এর আগে তিনি মহারাষ্ট্রে কর্মরত ছিলেন তার মা এবং পরিবারের আরেক সদস্য মারা যাওয়ায় তিনি ফিরে আসেন এবং পরবর্তীকালে তার আর ফেরা হয়নি সেখানে। সেখান থেকে দেশে ফিরেই তারই দিনমজুরের কাজ শুরু। এই ঋণ ব্যাংক একাউন্টে এতগুলি টাকা কোথা থেকে এসেছে তার উৎস ব্যাংক কর্তৃপক্ষও জানায়নি সঠিকভাবে তাই সঠিক তথ্য পাওয়ার জন্য তাঁর অ্যাকাউন্টটি আপাতত ব্লক রাখা হয়েছে। ব্লক রাখায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই যুবক তাই তিনি প্রশাসনের কাছে যান এবং বলেন অন্তত তাঁর নিজের টাকাটি সে যেন তুলতে পারে । তবে পেশায় দিনমজুর ওই যুবক বারবারই ওই টাকা ফিরিয়ে দেবার কথা বলেছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য