#Pravati Sangbad Digital Desk:
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম সামনে আসতেই সাক্ষাত্কার স্থগিত করে কলেজ সার্ভিস কমিশন। উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।কলেজ সার্ভিস কমিশনের পলিটিক্যাল সায়েন্সের ইন্টারভিউ তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম দেখে এই অভিযোগে সোচ্চার বিভিন্ন মহল।
এসবের মধ্যে অভিযোগ পুরোপুরি অস্বীকার করল কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপককুমার করও জানান, তালিকায় নাম থাকা অঙ্কিতা মন্ত্রী কন্যাই কি না, তা তিনি জানেন না। তিনি ইন্টারভিউ দিতে এসেছিলেন কি না, সেটাও এদিন জানানো সম্ভব হয়নি তাঁর পক্ষে।কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুন মাসে কলেজ সার্ভিস কমিশনের ভবন সংস্কারের কারণে ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ থাকবে। আগামী জুলাই মাসে আবার ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা পরবর্তীতে ঘোষণা করা হবে।অন্যদিকে এই এসএসসি দুর্নীতি কান্ড সামনে আসার পর জানা যাচ্ছে, কেবলমাত্র পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী নয়, পাশাপাশি তার কাছের দূরের অন্ততপক্ষে ২৫ জন আত্মীয় সরকারি চাকরি করেন। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের মতই কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে ২০১৮-র নিয়োগ না পাওয়া মেধা তালিকাভুক্ত প্রার্থীরা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কিছুদিন ধরে সেই আন্দোলন চরমে পৌঁছেছে।