journalist Name : sagarika chakraborty
#Pravati Sangbad Digital Desk:
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তির দ্বারা জানানো হয়েছে প্রচুর সংখ্যায় কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিযুক্ত করা হবে। খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং যারা ইচ্ছুক বা যোগ্য প্রার্থী তাদেরকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটটি ভালোভাবে লক্ষ্য করতে বলা হচ্ছে। যাবতীয় তথ্য ওই ওয়েবসাইটে দেয়া থাকবে এবং আবেদন-প্রক্রিয়া ওয়েবসাইট থেকেই হবে। নির্দেশিকা অনুসারে আগামী 29 শে মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং যেটি চলবে সাতাশে জুন পর্যন্ত। অফিশিয়াল ওয়েবসাইটের দাঁড়া অনলাইনে আবেদন করতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। অফিসিয়াল ওয়েবসাইটটি হল prb.wb.gov.in । এছাড়াও আরও দুটি ওয়েব সাইট আছে যেখান থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে সেগুলি হল wbpolice.gov.in এবং kolkatapolice.gov.in । সঠিক তথ্য দ্বারা আবেদন করার পর আবেদনকারীরা অনলাইনে নেট ব্যাঙ্কিং পরিষেবা দাঁড়া ফি দিতে পারবে। এছাড়াও আবেদনপত্র জমা দেয়া যাবে সহজ মিত্র কেন্দ্রের দাঁড়াও। জানা গেছে প্রায় 1410 টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
Tags:
#Source: online/Digital/Social Media News # Representative Image
চাকরি
রাজ্য