১১ তম কিস্তি যোগ হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

কৃষকদের জন্য করা যোজন অর্থ এবার এগারতম কিস্তি যোগ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারে কৃষক মন্ত্রকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এটি। বিবৃতিতে বলা হয়েছে ৩১ এ মে হিমাচল প্রদেশের সিমলায় আজাদী কা অমৃত মহোৎসব এর অন্তর্গত গরিব কল্যাণ সম্মেলন নামে একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং সেখানেই প্রধানমন্ত্রী কৃষক যোজনার এগারতম কিস্তি সম্পর্কে বলবেন। এছাড়াও ওই অনুষ্ঠানে গরিব কল্যাণ সম্মেলনের অধীনে আরো যে ১৬ টি প্রকল্প আছে তা নিয়ে তিনি আলোচনা করবেন ভিডিও কনফারেন্সে এবং সেই কর্মসূচীগুলো থেকে উপকৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানে যোগদান করবেন দিল্লির পুসা  ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কৃষি মন্ত্রীর প্রকাশকরা বিবৃতিতে জানানো হয়েছে কিষান সম্মান নিধি প্রকল্পে ২১ হাজার কোটি টাকার ১১ তম কিস্তি প্রকাশিত হবে। বছরের জানুয়ারি মাসেই এই প্রকল্পের দশম কিস্তি প্রণীত হয়েছিল। সেই কিস্তিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৬০০০ টাকা প্রতিটি কৃষকের একাউন্টে ২০০০ টাকা করে তিন ধাপে বিতরণ করা হয়েছিল। একটি উপকৃত হয়েছিল ১০ কোটিরও বেশি কৃষক। দশম কিস্তিটি প্রকাশিত হয়েছিল কুড়ি হাজার কোটির বেশি টাকায়।

দেশের অন্যতম বড় কর্মসূচি বলে এটিকে আখ্যায়িত করেছেন কৃষিমন্ত্রী। এটি সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শনের জাতীয় আঞ্চলিক সমস্ত মাধ্যমে। এছাড়াও আরো অন্যান্য মাধ্যমে দেখানো হবে এটি।যোগদান করবে বিভিন্ন দেশের সমস্ত জেলার মানুষ এবং প্রকল্পের দাঁড়া উপকৃত মানুষেরা যাদের সাথে প্রধানমন্ত্রী সরাসরি কনফারেন্সে বৈঠক করবেন। MyGov.in এও দেখানো হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক
Related News