Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ইউনিকর্ন বৃদ্ধিতে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান আজ ৮৯তম মাইল ফলক ছুঁয়ে ফেললো। আজ মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ইউনিকর্নের বৃদ্ধি নিয়ে আলোচনাও করেছেন, আর তাতে তিনি অত্যন্ত খুশিও। গত ৫ই মে দেশের ইউনিকর্ন সংখ্যা ১০০ ছুয়েছে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত লাভদায়ক।

এদিন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “ ইউনিকর্ন বৃদ্ধির ফলে দেশে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার স্টার্ট আপ হতে পারে, সেই সাথে এই ইউনিকর্নের মুল্য প্রায় তিরিশ বিলিয়ন ডলার বা পঁচিশ লক্ষ কোটি টাকারও বেশি।“ সেই সাথে তিনি আরও বলেন, “ এর থেকে বোঝায় যাচ্ছে এই ভারত এক নতুন ভারত, যা আমাদের কাছে গর্বের বিষয়”। বর্তমানে ভারতের মতো উন্নয়নশীল দেশে স্টার্ট আপ শুধু মাত্র বড়বড় শহর বা মেট্রোপলিটন শহরগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়, স্টার্ট আপ করার জন্য এগিয়ে আসছেন অনেক প্রত্যন্ত গ্রাম কিংবা ছোট শহরাঞ্চলের শিল্পপতিরাও।

দেশের এই ইউনিকর্নের বৃদ্ধির পেছনে দেশের তরুন প্রজন্ম, সরকার এবং দেশের নাগরিকদের পরিশ্রম এবং প্রতিভাকে সাধুবাত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন গত বছরের তুলনাই এই বছর দেশে ইউনিকর্ন বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪টির কাছাকাছি, সেই সাথে প্রথম বিশ্বের দেশের সাথে ভারতের তুলনাও করেন তিনি। এছাড়া তিনি বলেন, “ স্টার্ট আপ দেশের প্রান্তিক স্তরের শহরাঞ্চলের গণ্ডিতে প্রবেশ করেছে, যা দেখে আমি খুব খুশি, সেই সাথে ভারতের মতো দেশে যেখানে বহু ভাষার সংমিশ্রণ চোখে পড়ার মতো, সেই দেশের জনগনের ঐক্যবদ্ধতা আমাদের সকলকে মুগ্ধ করে তোলে”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News