Flash News
Monday, September 22, 2025

সার্ফেস টু এয়ার মিশাইল সফল ভাবে পরীক্ষা করলো ভারতীয় নৌ সেনা

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে তিন দিক দিয়েই শত্রুদের সাথে কাটা তারের ব্যাবধান সেই দেশের কাছে স্থল সেনা, নৌ সেনা এবং বায়ু সেনার গুরুত্ব খুবই তাৎপর্য পূর্ণ। সেই স্বাধীনতার পর থেকেই ভারতের তিন সামরিক বাহিনী দেশকে সুরক্ষা দিয়েই চলেছে, ১৯৬১ সালের ইন্দো পাক যুদ্ধ হোক কিংবা ১৯৬২ সালের ইন্দো চিন যুদ্ধ, পরের দিকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধ, ১৯৯৯ সালের কার্গিলের যুদ্ধ ভারতের তিন সামরিক বাহিনীর কৃতিত্ব সকলেরই জানা। ১৯৭১ সালের ভারতীয় নৌ সেনার গাজি অ্যাটাক এক ঐতিহাসিক ঘটনা, তার পর থেকে স্থল সেনা বায়ু সেনার সাথে সাথে ভারতীয় নৌ সেনাও উন্নত হয়েছে, উন্নত হয়েছে তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্রের। সম্প্রতি ভারতীয় নৌ সেনা উড়িষ্যার বালাসরের টেস্ট রেঞ্জে সি কিং হেলিকপ্টারের সাহায্যে এয়ার টু এয়ার মিশাইল বা এনএএসএম-এসআর ক্ষেপণাস্ত্র সফল ভাবে পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা DRDO, যা ৫৫ কিলোমিটারের বেশি দূরত্বে থাকা শত্রুকে সহজেই কুপোকাত করতে পারে।
অন্যদিকে ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে কাল একটি ভিডিও বার্তা দেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে ভারতীয় নৌ বাহিনীর এক যুদ্ধ জাহাজ সার্ফেস টু এয়ার ক্ষেপনাস্ত্র সফল ভাবে পরীক্ষা করেছে। যার সাহায্যে খুব সহজেই নৌ সেনার যে কোন সামরিক জাহাজের ডেক বা উপরের সমতলভূমি থেকে শত্রুদের কোন উড়োজাহাজ বা মিসাইল খুব সহজেই ধ্বংস করতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ সামরিক
Related News