Flash News
Monday, September 22, 2025

প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি বন্ধ রাখলো ভারত

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

সুইজারল্যান্ডের ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতায় ২৫শে মে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত যে গম উৎপাদন করছে তা অভ্যন্তরীণ ব্যবহারের কোটা কোনরকম পূরণ করে। তারপরও গুরুতর প্রয়োজন রয়েছে এমন বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত  থাকবে । তিনি আরও বলেন ভারতের গম রপ্তানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশেরও কম, তাই ভারতের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না। মন্ত্রী জানান, চলতি মৌসুমে গম উৎপাদন ৭ থেকে ৮ শতাংশ বাড়ানোর প্রত্যাশা ছিল। তবে তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত গত বছর ৭ এল.এম.টি গম রপ্তানি করে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বিশ্ববাজারে গমের রপ্তানিতে প্রচণ্ড ধাক্কা আসে। খরা এবং বন্যার কারণে অন্যান্য প্রধান উৎপাদনকারীদের গমের উৎপাদন হুমকিতে পড়ে। যদিও ব্যবসায়ীরা আশা করছিলেন সরবরাহের ঘাটতি ভারত থেকে পূরণ হবে।নিষেধাজ্ঞার আগে ভারত চলতি বছর রেকর্ড এক কোটি টন গম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যের দাম গত মার্চে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সংঘাতের কারণে বিশ্বের বৃহত্তম সূর্যমুখী তেল রপ্তানিকারক ইউক্রেন থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে খাদ্যের দাম আকাশচুম্বী হয়েছে। এই সংঘাতের প্রভাব প্রাথমিকভাবে তেলের বাজারে শুরু হলেও পরবর্তীতে তা অন্যান্য প্রায় সব পণ্যের ওপর পড়েছে। ইউরোপের এই দেশটি ভুট্টা এবং গমের মতো খাদ্যশস্যেরও প্রধান উৎপাদনকারী। এসব পণ্যের দামও ব্যাপক বেড়েছে।প্রসঙ্গত, গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেদিন থেকে তাৎক্ষণিকভাবে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News