Flash News
Monday, September 22, 2025

গুগলে দেড় কোটি টাকার চাকরি পেলো কৃষ্ণনগরের ছেলে দেবর্ষি মৈত্র

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার নামই সংগ্রাম।মাত্র ২৩ বছর বয়সে গুগলে দেড় কোটি টাকার চাকরি পেলো কৃষ্ণনগরের ছেলে দেবর্ষি মৈত্র। দেবর্ষির বাবা বাদল মৈত্র গ্রিলের ব্যবসায়ী । মা বকুল দেবী গৃহবধূ । তাঁর দিদি শর্মিষ্ঠা মৈত্র স্কুল শিক্ষিকা । বাদল মৈত্র জানান, ছোট থেকেই ছেলে মেয়েকে স্নেহ দিয়েই মানুষ করেছেন। সন্তানদের সাফল্য বাবা-মায়ের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি । এর আগেও দেবর্ষি বেশ কয়েকটি নামী আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ পেয়েছিলেন বলে জানান বাদল মৈত্র । তবে দেবর্ষির ইচ্ছে ছিল গুগলের হয়ে কাজ করার । তাই দেবর্ষির স্বপ্নপূরণ হতে চলায় খুশি তাঁর মা-বাবা।

২০১৬ সালে কৃষ্ণনগর হাই স্কুল থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে দেবর্ষি। তারপর জয়েন্ট পরীক্ষা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন মেধাবী ছাত্র। ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হলেও রেজাল্ট এখনো হাতে পাননি। এরইমধ্যে অসাধ্য সাধন করে ফেলেছেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা দেবর্ষি মৈত্র। তিনি গুগলের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেয়েছেন।দেবর্ষির মা বকুল মৈত্র বলেন, "ছেলে প্রতিষ্ঠিত হবে এটা জানতাম। কিন্তু এত ভাল, এত বড় চাকরি পাবে ভাবিনি। খুবই সাদামাটাভাবে বড় হয়েছে। তবে ছোট থেকে নিজস্ব চেতনাবোধ ভীষণ ছিল। সেটা দিয়েই, নিজের তাগিদেই আজ এই জায়গায় পৌঁছেছে। কিছুটা খেলার সময় বাদ দিয়ে সারাদিন পড়াশোনা নিয়েই থাকতেন বলে জানিয়েছেন তিনি। কিছুদিন ধরেই বলত, যদি এক কোটি টাকার চাকরি পেয়ে যাই, তাহলে করব।"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি রাজ্য শিক্ষা
Related News