#Pravati Sangbad Digital Desk:
আজ আবার আত্ম হননের ঘটনা শহরের বুকে, ভোর হতে না হতেই পাটুলির এক বাড়ি থেকে মিলল এক তরুণীর ঝুলন্ত দেহ। সূত্র থেকে জানা গেছে তরুণীর নাম মঞ্জুষা নিয়োগী, যে আত্মঘাতী বিদিশা দে মজুমদারের বান্ধবী। ঠিক কয়েকদিন আগেই নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বাংলা সিরিয়ালের এক উজ্বল মুখ পল্লবী দের তার পরেই বিদিশা দে মজুমদার।
মনোবিদরা জানাচ্ছেন, পল্লবী দে এর মৃত্যু হয়তো কোন ভাবে নাড়া দিয়েছিলো বিদিশাকেও, সেও হয়তো জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো, কিন্তু তা বলে মৃত্যু? জীবন কি সত্যিই এতটাই সহজ? প্রশ্ন তুলছেন অনেকেই। ছোট পর্দার হোক বা বড় পর্দার কোন মৃত্যু সংবাদ যখন কারোর ভেতরে জাঁকিয়ে বসে, গোপনে একই পথের পথিক হয়ে ওঠে অপর ব্যাক্তিও, প্রমাণ আগেও মিলেছে বহুবার, সেই একই ভাবে এক জনের দেখে অন্য আরেক জন মৃত্যুকে আপন করে নিয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ডাঃ সৃজিত ঘোষ জানিয়েছে, “ বিদিশা ওপর থেকে নিজেকে শক্ত দেখালেও তার ভেতরে ছিল শুধুই হতাশা। মানুষের জন্যে হতাশা, মৃত্যু যন্ত্রণার থেকে কম কিছু নয়”।