Flash News
Monday, September 22, 2025

শিক্ষাক্ষেত্রে জাতীয় "স্কচ পুরস্কার" পাচ্ছে বাংলা

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

জাতীয় পুরস্কার ‘স্কচ’ অ্যাওয়ার্ড পেল বাংলা। এবার পুরস্কৃত রাজ্যের শিক্ষাদপ্তর। রাজ্যের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'কন্যাশ্রী', 'শিক্ষাশ্রী', 'সবুজসাথী', 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড'-এর মতো একাধিক প্রকল্পের সাহায্য নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলেছে ছাত্রছাত্রীরা। এসবের জন্যই স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষায় আরও বেশি সাফল্য এসেছে। যা গোটা দেশের মধ্যেই নয়া নজির রেখেছে। আর এই সাফল্যেরই পুরস্কার 'স্কচ অ্যাওয়ার্ড'। সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে। ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গ এবারও শীর্ষে। ১৮ জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ”দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের তালিকায় বাংলা মনোনীত হয়েছে। আমরা মনে করি, মুখ্যমন্ত্রীর জন্যই এই পুরস্কার এসেছে। তিনি শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত যে উন্নয়ন করেছেন, বদল এনেছেন, তারই প্রতিফলন ঘটেছে এই স্কচ অ্যাওয়ার্ডের মনোনয়নে।” 
 
কেন পুরস্কার দেওয়া হয়েছিল? রিপোর্টে উল্লেখ, করোনার সময় যখন প্রায় দেড় বছর স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, তখনও রাজ্যের পড়াশোনার মান বেড়েছে। যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও কর্মীরা। 'স্কচ' পুরস্কার প্রাপ্তি তারই স্বীকৃতি। এর আগেও একাধিক বিভাগে 'স্কচ' পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। অর্থ, পর্যটন এবং নারী ও শিশু কল্যাণ দফতর এই সম্মান পেয়েছে।  এবারও ফের সেরার তকমা পেল রাজ্যের শিক্ষা দফতর। সাধারণ ভাবে দফতরের মন্ত্রী বা বিভাগের প্রধান এই পুরস্কার নিয়ে থাকেন। ২০২০ সালে মহিলা ও শিশু কল্যাণের পক্ষ থেকে দফতরের মন্ত্রী শশী পাঁজা পুরস্কার নেন। এ বার সম্ভবত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পুরস্কার নিতে পারেন। ১৮ জুন পুরস্কার নিতে তাঁর দিল্লি যেতে পারেন শিক্ষামন্ত্রী। 'স্কচ' পুরস্কার প্রাপ্তির খবরে অত্যন্ত খুশি রাজ্যের শিক্ষা দফতর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News